মুক্তিপণে মিয়ানমার থেকে ফিরল মহিষের পাল

1438536314_p-7 টেকনাফের হ্নীলায় নাফনদীর চর হতে উধাও হয়ে যাওয়া মহিষের পাল ৪০হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে মিয়ানমার থেকে ফিরে বাংলাদেশী মালিক দীর্ঘদিন পর পালিত পশু ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা বিধবা নুর জাহান পরিবার।উল্লেখ্য গত ১৮জুলাই ঈদের দিন সকালে টেকনাফের হ্নীলা মধ্যম আলীখালীর মৃত আমিন শরীফের স্ত্রী নুর জাহানের মালিকানাধীন ৭টি মহিষের একটি পাল চরানোর জন্য নাফনদীর রঙ্গিখালী একোয়া কালচার সংলগ্ন চরে দিয়ে আসে। ২দিনপর ঐ চরে গিয়ে দেখা যায় কোন ধরনের মহিষ ঐ চরে নেই। সম্ভাব্য জায়গায় খোঁজাখুজির পর না পেয়ে মহিষের মালিক হতাশ হয়ে পড়েন। অবশেষে মিয়ানমারের ক্যাংব্রাং এলাকার প্রু মা ছিং রাখাইনের বাড়িতে মহিষের পালের সন্ধান পাওয়া যায়। তারা মহিষের পাল ফেরত দেওয়ার জন্য মিয়ানমারের ১০লক্ষ কিয়াত মুক্তিপণ দাবী করে বসে। অবশেষে দাবীকৃত টাকা হতে বাংলা ৪০ হাজার টাকা পরিশোধ করা নিখোঁজ মহিষের পালকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। তারপর নাফ নদী সাঁতরিয়ে বাংলাদেশে প্রবেশ করে মহিষের পাল।


শেয়ার করুন