মিয়ানমার থেকে ৩০ হাজার টাকায় ফিরলো ৪ জেলে

Teknaf pic(jele)_12.10আমান উল্লাহ আমান, টেকনাফ:
নাফ নদী থেকে রবিবার মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ কর্তৃক অপহরণ করে নিয়ে যাওয়া ৪ জেলে ত্রিশ হাজার টাকার বিনিময়ে মুক্তি পেয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে নৌকা মালিক টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার জাফর আলম মিয়ানমারের মংডুতে গিয়ে ৪ জেলেকে নিয়ে আসেন। এরা হচ্ছে দক্ষিণ জালিয়াপাড়ার মৃত এমদাদের পুত্র মো: আলমগীর (৫৬) আবুল মহাজন এর পুত্র মো: হোসন (৩৩), মো: ইউনুচ এর পুত্র আব্দুল আমিন(২৭), কাদের হোসাইন এর পুত্র আব্দুল্লাহ(৩৫)।
জাফর জানান, নাফ নদী থেকে দালালদের মাধ্যমে মিয়ানমার বিজেপি ত্রিশ হাজার টাকা বুঝে পাওয়ার পর জেলেদের হস্তান্তর করেন।
ফিরে আসা জেলেদের মধ্যে আলমগীর অসুস্থ্য হয়ে পড়লে তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফিরে আসা জেলে মো: হোসন জানান, তাদেরকে রাতে মংডু আম্বালা পাড়া বিজিপি ক্যাম্পে রাখা হয়েছিল। এছাড়া তাদেরকে মারধর করা হয় বলে জানায়।
রবিবার দুপুরে নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ৩ টি নৌকাসহ ৬ জেলেকে ধরে নিয়ে যায় বিজিপি। পরে ঐদিন বিকালেই ডেইল পাড়া এলাকার হামিদ উল্লাহর পুত্র সৈয়দ উল্লাহ ও জালিয়া পাড়া এলাকার মৃত কালা মিয়ার পুত্র আকবরকে একটি নৌকায় ফেরত পাঠানো হয়েছিল।
এদিকে টেকনাফের জেলেরা নাফ নদীতে নিরাপদে মাছ শিকারে বিজিবির হস্তক্ষেপ কামনা করেছেন।


শেয়ার করুন