মিয়ানমারে ফেরিডুবিতে ১৯ নারীসহ নিহত ২১, নিখোঁজ ২৬

মানবজমিন ডেস্ক:

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ২১ জনের সলিলসমাধি হয়েছে। এর মধ্যে ১৯ জনই নারী। নিখোঁজ রয়েছেন ২৬ জন। নিখোঁজ যাত্রীরা প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অং তাকোন নামের ওই ফেরিতে ২ শতাধিক যাত্রী ছিলেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে কিয়াউনকফিয়ু শহরতলি থেকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের সিতওয়েতে যাওয়ার পথে ডুবে যায় ফেরিটি। এ পর্যন্ত ১৬৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ফেরিটিতে কোন বিদেশী যাত্রী ছিলেন না বলে মনে করা হচ্ছে। নিখোঁজ আরোহীদের উদ্ধারের চেষ্টা চলছে। নৌবাহিনীর তিনটি এবং বেশ কয়েকটি বেসরকারি জাহাজ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। যাত্রী ছাড়াও অতিরিক্ত মালবোঝাইয়ের কারণে ফেরিটি ডুবেছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মিয়ানমারে দীর্ঘ উপকূলীয় অঞ্চল থাকা ও দেশটি বন্যাপ্রবণ হওয়া সত্ত্বেও, সেখানে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত ফেরিগুলোর অবস্থা সঙ্গীন। ফেরিডুবির ঘটনা দেশটিতে নতুন নয়। ফেরিডুবিতে ২০১০ সালে ১০ জন, ২০০৮ সালে ৩৮ জন প্রাণ হারিয়েছিলেন।

শেয়ার করুন