মিয়ানমারের পেঁয়াজ খোলা বাজারে, দাম আকাশ ছোঁয়া

521219c027d95-onionআমান উল্লাহ আমান, টেকনাফ:
দেশের পেয়াঁজের সংকট নিরসনে মিয়ানমার থেকে পেয়াঁজের আমদানী শুরু হয়েছে। প্রায় ২মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমান পেয়াঁজ মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। এখনো আসা অব্যাহত রয়েছে। কিন্তু খোলা বাজারে পেয়াঁজের দাম কমেনি বরং বেড়েই চলেছে। বাজার পরিদর্শনে দেখা যায়, মিয়ানমারের পেয়াঁজ কেজি প্রতি ৬০ টাকা বিক্রি হলেও কিন্তু ভারত ও পাকিস্তানের পেয়াঁজ বিক্রি হচ্ছে ৭০/৭৫ টাকা কেজি। কোরবানের দিন যতই ঘনিয়ে আসচ্ছে ততই পেয়াঁজের দাম বাড়ছে। ফলে সাধারন ক্রেতারা পড়েছে বিপাকে। টেকনাফ স্থল বন্দর কাষ্টমস সূত্রে জানায়, গত ২ মাসে ২ হাজার ৫শ মেট্রিক টন পেয়াঁজ মিয়ানমার থেকে আমদানী হয়েছে। এ ছাড়া আমদানী কারকদের ক্রয়কৃত আরও ৫ হাজার মেট্রিক টনের কাছা কাছি পেয়াঁজ মিয়ানমারে জমা রয়েছে। তা ক্রমান্বয়ে চলে আসবে। সরকার পেয়াঁজ সংকট নিরসনে মিয়ানমার সহ অন্যান্য রাষ্ট্র থেকে প্রচুর পরিমাণ পেয়াঁজ এনে মজুদ করেছে বলে বানিজ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে। ইহা ছাড়াও পবিত্র কোরবানে পর্যাপ্ত পরিমাণ পেয়াঁজ খোলা বাজারে টিসিবির মাধ্যমে কেজি প্রতি ৫০ টাকা হারে বিক্রি করছে। টিসিবি টাউন ভিত্তিক ন্যায্য মূল্যে পেয়াঁজ বিক্রি করলেও গ্রাম ভিত্তিক পেয়াজ বিক্রি না করায় মুনাফাকোরী কালোবাজারীরা একে পুজিঁ করে পেয়াঁজের কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চ মূল্যে মফস্বল এলাকায় পেয়াঁজ বিক্রি করছে। ফলে সাধারণ ক্রেতারা পড়েছে বিপাকে।


শেয়ার করুন