মিয়ানমারের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পথে সুচি

Presen13-700x455মিয়ানমারের ঐতিহাসিক সংসদ নির্বাচনে গণতান্ত্রিক আন্দোলনের কিংবদন্তি অং সান সুচির দলের কাছে পরাজয় স্বীকার করেছে দেশটির সেনা সমর্থিত ক্ষমতাসীন দল।

ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ভাইস চেয়ারম্যান তে উ সোমবার বলেছেন, ‘আমরা হেরে গেছি।’

আর সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির একজন মুখপাত্র উইন তেইন বলেছেন, ইতোমধ্যে দেশটির মধ্যাঞ্চলে যে গণনা হয়েছে তাতে তারা তার ৮০ ভাগ ভোট পেয়েছেন।

কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা শুরু হবে।

অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে কার্যত সেনাশাসিত মিয়ানমারে ২৫ বছর পর রবিবার প্রথমবারের মত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে এককভাবে সরকার গঠনের জন্য সুচির দল এনএলডিকে ৬৭ ভাগ ভোট পেতে হবে।

তবে সুচির দল জয়ী হলেও তিনি প্রেসিডেন্ট পদে আসীন হতে পারবেন না। তার এই পদ গ্রহণের ক্ষেত্রে সাংবিধানিক বাধা তৈরি করে রেখেছে দেশটির সেনা সমর্থিত সংসদ।

রবিবারের নির্বাচনে প্রায় ৩ কোটি ভোটার ছিলেন। নির্বাচনে ৬৬৪টি আসনের বিপরীতে প্রার্থী ছিলেন ৬০৬৫ জন।

সূত্র: রয়টার্স, গার্ডিয়ান


শেয়ার করুন