মির্জা ফখরুল আটক

ফখরুল

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। তাকে রাজধানীর মিণ্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রায় ২৪ ঘণ্টা ‘অবরুদ্ধ’ থাকার পর জাতীয় প্রেস ক্লাব থেকে বের হন ফখরুল। এ সময় মূল ফটকে তাকে আটক করে পুলিশ।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ফখরুল জানান, ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণে তিনি প্রেস ক্লাবে অবস্থান করছিলেন। জাতীয় প্রেস ক্লাবে তাকে থাকতে দেয়ায় সাংবাদিকদের কৃতজ্ঞতা জানান ফখরুল।

ফখরুল বলেন, “আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গোটা দেশকে একটি কারাগারে পরিণত করেছে। গণতন্ত্র আজ বিপন্ন।”

তিনি অভিযোগ করেন, “সরকার বাকস্বাধীনতা হরণ করেছে। গণতন্ত্রকে কবর রচনা করেছে। শিক্ষা-অর্থনীতি সব ধ্বংস করা হয়েছে।”

‘বিপন্ন’ গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশবাসীর সহযোগিতা চান মির্জা ফখরুল। সবাইকে খালেদা জিয়ার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।


শেয়ার করুন