মিনায় কোন দেশের কত হাজি নিহত? (সর্বশেষ তথ্যসহ)

121877_1সিটিএন ডেস্ক :

গত ২৪ সেপ্টেম্বরে সংঘটিত পবিত্র মিনার বিপর্যয়ে নিহত হজযাত্রীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকা সত্ত্বেও এ বিষয়ে সৌদি সরকারের রহস্যজনক নীরবতা ও অস্পষ্ট অবস্থান অব্যাহত রয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৭ সেপ্টেম্বর মিনার ঘটনায় নিহতের সংখ্যা ৭৬৯ ও ৯৩৪ জন আহত বলে ঘোষণা করেছিল।

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি গত ৪ অক্টোবর বিভিন্ন দেশের ঘোষণার আলোকে মিনার ঘটনায় নিহতের সংখ্যা ১০৩৬ ও নিখোঁজের সংখ্যা ৭০৩ জন বলে ঘোষণা করে।

এ বিষয়ে সৌদি সরকারের নীরবতার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সরকারি ঘোষণায় মিনা-বিপর্যয়ে নিহতদের সংখ্যা বাড়তেই থাকে। এরই আলোকে মিনা ট্র্যাজেডিতে নিহত হজযাত্রীদের সংখ্যা এ পর্যন্ত ১২৮৪ ও নিখোঁজের সংখ্যা ১৬৬৬ জন।

নিখোঁজ প্রায় সব হাজি নিহত হয়েছেন বলেই মনে করা হচ্ছে। মিনার বিপর্যয়ে নিহত মিশরের হাজিদের সংখ্যা ১৪৮ জনে উন্নীত হয়েছে বলে দেশটির ওয়াকফ মন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন।

এদিকে সর্বশেষ মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৬১ জন এবং ১১৬ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম।

ddমিনা ট্র্যাজেডিতে নিহতদের প্রকৃত সংখ্যা ঘোষিত সংখ্যাগুলোর চেয়ে অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি সরকার ইচ্ছা করেই মিনায় নিহত হাজিদের প্রকৃত সংখ্যা গোপন করছে বলে নানা মহলের অভিযোগ ক্রমেই জোরদার হচ্ছে।

পবিত্র মক্কার মিনায় ঈদের দিন রহস্যজনকভাবে সৃষ্ট ভিড়ের চাপে পদদলিত হয়ে নিহত হন সহস্রাধিক হজযাত্রী। সৌদি কর্মীরা যথাসময়ে উদ্ধার তৎপরতায় নিয়োজিত না হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সৌদি সরকার এখন পর্যন্ত এ ঘটনা সম্পর্কে কোনো ভিডিও ফুটেজ প্রকাশ করেনি। অথচ মিনার সড়কগুলোতে হাজার হাজার ক্লোজড সার্কিট টিভি বা সিসি টিভির ক্যামেরা বসানো রয়েছে।


শেয়ার করুন