মায়ের আঁচল

আতিক সুজন

হাওয়ায় হাওয়ায় সেই দুলে ওঠে স্নিগ্ধ আঁচল

আমার মায়ের চেনা সেই মধু ডাক ভেসে আসে

ভেসে আসে মায়াভরা চোখের পলক যে বাতাসে

স্নেহময় মনপ্লাবী সুরে ঐ বাতাসের ছিঁড়ে আগল।

মনে পড়ে একদিন নিরুদ্ধ মনের যে আদল

খুলে দিয়েছিলে তুমি কুহকিনী কোমল বিশ্বাসে

আজ তাই এই মন প্রিয় মা তোমায় ভালোবাসে

শ্রদ্ধার অঞ্জলি হোক অধমের সকল আমল।

 এই মহানগরীর সব কোলাহলে বাষ্পাকুল

তোমার গন্ধ খুঁজে বেড়ে যায় চিত্তের ব্যাকুলতা,

তোমার জন্য এই পৃথিবীর সুন্দর সব ফুল

অথবা তোমায় স্মরে খুঁজি জীবনের মাদকতা;

অকৃত্রিম তুমি মাগো পৃথিবীতে আর সব ভুল

হৃদয়ের বাতায়নে সবখানে তোমার মুগ্ধতা।


শেয়ার করুন