মাস্টার ওবাইদুর রহমানের মৃত্যুতে জামায়াতের শোক

bji_1সংবাদ বিজ্ঞপ্তি:

ঝিলংজা ইউনিয়ন বাংলাবাজার মোক্তারকুল নিবাসী ছুরতিয়া সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার ওবাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান, নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি ও সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনছারি, সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম ওবাইদুর রহমান দীর্ঘ ৪০বছরের শিক্ষকতা জীবনে অনেক আলেমেদ্বীন তৈরি করেছেন। মরহুমের অসংখ্য ছাত্র দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত আছেন। সত্যের প্রতি অবিচল আস্থা ও মিথ্যার প্রতি কঠোরতা ছিল মাস্টার ওবাইদুর রহমানের চরিত্র। মরহুমের মৃত্যুতে আমরা একজন একনিষ্ঠ ইসলাম ও দেশপ্রেমিক নাগরিককে হারালাম। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মরহুমের নামাজে জানাযা গতকাল ১৭ফেব্রুয়ারি রাত ৮.৩০মিনিটে ছুরতিয়া সিনিয়র মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ছাত্র ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত জানাযাপূর্ব সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর, ছুরতিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ, মরহুমের ছাত্র মাওলানা শফিউল হক জিহাদী, মরহুমের ভাই ওবাইদুল হালিম ও বড় ছেলে আনিছুর রহমান। জানাযায় ইমামতি করেন কক্্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মরহুমের জামাতা মাওলানা মাহমুদুল হক। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন হয়।

অপরদিকে রামু উপজেলার শাহমদেরপাড়া নিবাসী চাকমারকুল ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা শফিক আহমদ সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৮ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। বিকাল চারটায় জানাযা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ রফিক। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


শেয়ার করুন