মাষ্টার্স পরীক্ষায় ফাষ্ট ক্লাস পেয়েছেন টেকনাফের নাজমা

ca5a7831-a2e5-4400-82fc-0d08daea26d9নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগ হতে মাষ্টার্স পরীক্ষায় ফাষ্ট ক্লাস পেয়েছেন টেকনাফের হ্নীলার নাজমা আকতার।
সে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের ঐতিহ্যবাহী মরহুম হাজী সোলতান সওদাগর প্রকাশ সওদাগর বংশের মরহুম মমতাজুল ইসলাম ও জাহেদা বেগমের মেয়ে।
সে নিজ গ্রামের আল ফালাহ একাডেমী থেকে ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি, ২০০১ সনে ৭ম শ্রেণী থেকে গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের গুহাফা বৃত্তি, হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সনে এসএসসি, ২০০৭ সনে আগ্রাবাদ মহিলা কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে ২০১৫ সনে মাষ্টার্সে ব্যবস্থাপনায় ১ম স্থান ও ২০১৪ সনেও অনার্স ফাইনাল বর্ষে ব্যবস্থাপনায় ১ম স্থান পেয়ে এ গৌরব অর্জন করেন। বর্তমানে সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমবিএ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং) নিয়ে অধ্যয়নরত আছে। তার এ অর্জনে শিক্ষক, মা, স্বামী, ভাই-বোনের প্রতি কৃতজ্ঞ।
সে ভবিষ্যতে ব্যাংকার হতে চাই। সে সকলের দোয়া প্রার্থী।


শেয়ার করুন