মালয়েশিয়ার একটি বন্দিশালা থেকে অবৈধ ২৭ বাংলাদেশি উদ্ধার

sdসিটিএন ডেস্ক:

মালয়েশিয়ার একটি বন্দিশালা থেকে অবৈধ ২৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। পুলিশের একটি অভিযানে বাটারওর্থের দুটি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। খবর মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনের।

পিনাংয়ের পুলিশ প্রধান কমান্ডার আব্দুল গাফার রাজাব বুধবার সংবাদ সম্মেলনে জানান, তারা রুটি আর পানি খেয়ে ছিলেন। সবাইকে দুর্বল ও রুগ্ন দেখাচ্ছিল বলেও তিনি জানান।

তিনি আরো জানান, তামান দেশা মারনির বাণিজ্যিক এলাকায় প্রথম সকাল ১১টায় একটি অভিযান চালানো হয়। এ সময় ১৭ জন বাংলাদেশিকে ও পরে আরেকটি অভিযানে আরো ১০ জন বিদেশিকে উদ্ধার করা হয়।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ২ ফেব্রুয়ারি তারা সবাই আসে। ৭ মার্চ পর্যন্ত বাংলাদেশিদের বিভিন্ন রাজ্যে পাঠানো হয়। তাদের কারই ওয়ার্ক পারমিট ছিল না। তাদের কাছে শুধুমাত্র পাসপোর্ট পাওয়া গেছে বলে কমান্ডার আব্দুল গাফার বলেন। দ্য স্টার।


শেয়ার করুন