মালালা বেশি গুরুত্ব পাওয়ায় ক্ষেপলেন তসলিমা

নতুন বার্তা ডেস্ক: 

নয়া দিল্লি: ফের বিস্ফোরক তসলিমা৷ মুসলিম সমাজের প্রতি পশ্চিমী দুনিয়ার দ্বিমুখী নীতির বিরুদ্ধে সুর চড়ালেন এই বিতর্কিত লেখিকা৷ অভিযোগের আঙুল উঁচিয়ে তিনি বলেন, মালালার মতো নরমপন্থীদের পছন্দ করে পশ্চিমী দুনিয়া৷ আমার মতো নাস্তিক কিংবা উদারপন্থীদের নয়৷

বৃহস্পতিবার ট্যুইট করে তসলিমা নাসরিন বলেন, ‘‘ইসলামের সমালোচনা করলেই আপনাকে সমস্যায় পড়তে হবে৷কট্টরপন্থী মুসলিম সন্ত্রাসীরা আপনাকে এসে খুন করবে৷ রক্ষণশীল সরকার জেলে পুরবে৷ আর তখন আপনার থেকে নিজেদের সরিয়ে নেবে স্বাধীনচেতা পশ্চিমী দুনিয়া৷’’

তার দাবি, ‘পশ্চিমী দুনিয়া নরমপন্থী মুসলিমদের পছন্দ করে৷ নাস্তিকদের নয়৷ ইসলামের সমালোচনা করলে প্রতিটি পদক্ষেপে সমস্যায় পড়তে হবে৷ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখানেই যাও না কেন৷ সর্বত্রই উপেক্ষিত ও লাঞ্ছিত হতে হবে৷’

নিজের ক্ষোভ উগরে দিয়ে তসলিমা বলেন, পাশ্চাত্যের মানুষ নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে মাথায় বসিয়ে রেখেছে৷ অথচ, রক্ষণশীলতার বিরুদ্ধে কলম ধরে দেশছাড়া হতে হয়েছে তাকেও৷আসলে এখন পশ্চিমাদের কাছে তসলিমার কোনো গুরুত্ব নেই। তাকে ব্যবহার করে ছুড়ে ফেলেছে। সম্ভবত এ কারণেই তার এই রাগ। – ওয়েবসাইট।


শেয়ার করুন