মানসিক রোগে আক্রান্ত ৫ কোটি ভারতীয়

Flag_India_1পাঁচ কোটির মত মানুষ হতাশা ও উদ্বেগসহ নানারকম মানসিক রোগে ভুগছে। মানসিক সমস্যার কারণে গতবছর দেশটিতে আত্মহত্যা করেছেন সাত হাজারের বেশি মানুষ। শুক্রবার লোকসভা অধিবেশনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জিপে নাড্ডা।

২০০৫ সালে ন্যাশনাল কমিশন অন মাইক্রো ইকোনমিকস এন্ড হেল্থ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে মন্ত্রী জানান, দেশের এক থেকে দুই কোটি (মোটা জনসংখ্যার ১-২ ভাগ) মানুষ সিজোফ্রেনিয়ার মত জটিল রোগে ভুগছেন। এছাড়া হতাশা ও উদ্বেগজনিত সাধারণ মানসিক সমস্যায় আক্রান্ত আরো প্রায় ৫ কোটির (জনসংখ্যার ৫ ভাগ) মত ভারতীয়। সবমিলিয়ে মানসিক সমস্যায় আক্রান্ত রয়েছে দেশটির সাড়ে ৬ ভাগ মানুষ।

মানসিক অসুস্থতার কারণে দেশটিতে আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। গতবছর ৭ হাজার ১০৪ জন ভারতীয় আত্মহত্যা করে। ২০১৩ ও ২০১২ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৮হাজার ৬ জন এবং ৭ হাজার ৭শ ৬৯ জন।


শেয়ার করুন