মাথায় কাপড় না দিয়ে ছবি প্রকাশ, নিষিদ্ধ ইরানের নারী সাংসদ

8b5606122a9b99fd345f9c33cb53473a-57355c28a9707মাথায় কাপড় না দিয়ে তোলা এক ছবি প্রকাশিত হওয়ায় ইরানের নির্বাচিত নারী সংসদ সদস্যকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ইরানের বিচার বিভাগ এ বিষয়ে এক রুল জারি করে।

অভিযুক্ত সংসদ সদস্য মিনু খালেঘি দাবি করেছেন, অনলাইনে প্রকাশিত ও প্রচারিত ওই ছবিগুলো বানোয়াট। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে ছবিগুলো।

মিনু খালেঘি

ছবিগুলোতে দেখা যায় ইউরোপ ও চীন ভ্রমনের সময় মাথায় কাপড় দেননি মিনু।

এই প্রসঙ্গে এক বিবৃতিতে ইসফাহান নগরীর নির্বাচিত সাংসদ মিনু বলেন, ‘আমি একজন মুসলিম নারী। আমি ইসলামের নিয়মকানুনকে সম্মান করি ও মেনে চলি।’

তিনি আরও দাবি করেন, তিনি এমন কিছুই করেননি যে কারণে তার অফিসে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এদিকে, টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে ওই সব ছবি প্রকাশের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ছবির বিষয়টি তদন্তের নির্দেশ দিলে তার প্রেক্ষিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।


শেয়ার করুন