মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের টাকা আত্মসাৎকারী আটক

46541নিজস্ব প্রতিবেদক

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ২১ কোটি টাকা আত্মসাতের মূলহোতা জমির উদ্দীনকে অবশেষে গ্রেফতার হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর দিকে চট্টগ্রাম থেকে তাকে আটক করেন দুদকের টিম। তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাকা আত্মসাৎ মামলা তদন্ত কর্মকর্তা, দুদকের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আবদুল আজিজ ভুইয়্যা সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুল আজিজ ভুইয়্যা রাতে এই প্রতিবেদককে জানান, চট্টগ্রাম শহরে বিচরণ করার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুদকের একটি টিম জমির উদ্দীনকে আটক করতে সক্ষম হন। আটকের পর তাকে চট্টগ্রামের ডবলমুরিং থানায় সোপর্দ করে দুদক। সেখান থেকে জমির উদ্দীনকে আদালতের মাধ্যমে গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় মামলার আরেক আসামী রফিকুল ইসলাম প্রকাশ ভেন্ডার রফিক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে চিংড়ি প্রকল্পের ক্ষতিপূরণে ভুয়া প্রকল্প দেখিয়ে ২১ কোটি টাকা আত্মসাৎ করেন জমির উদ্দীনসহ একটি সিন্ডিকেট। সিন্ডিকেটের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম প্রকাশ ভেন্ডার রফিক, কালারমারছড়ার ঝাপুয়ার মাওলানা সেলিম উদ্দীন (বর্তমানে কক্সবাজার শহরের থানা মার্কেটে দোকান করেন), ছালেহ আহমদসহ আরো ২০জন মতো। এই ঘটনায় মাতারবাড়ির কায়সারুল ইসলাম নামে এক ব্যক্তি বাদি হয়ে তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম, জমির উদ্দীন, ভেন্ডার রফিক, মাওলানা সেলিম উদ্দীনসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তের জন্য দুদককে হস্তান্তর করেন আদালত।
উল্লেখ্য, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চিংড়ি প্রকল্পের ক্ষতিপূরণের ২১ কোটি টাকা আত্মসাৎ নিয়ে দৈনিক বাঁকখালীতে তথ্যবহুল একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যা কক্সবাজার জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল।


শেয়ার করুন