মহেশখালী সরকারী হাসপাতালের ওষুধ খোলা বাজারে! 

download (1)স্টাফ রির্পোটার :

সরকারী হাসপাতালের ওষুদ যদি খোলা বাজারে বিক্রি হয়। সাধারন মানুষ দিনের পর দিন হাসাপাতালে গিয়ে ওষুদ না পেয়ে ফিরে যায়। ফলে সরকারের, উক্ত প্রতিস্টানটির প্রতি মানুষের আস্তা উঠে যায়। সরকার স্বাস্থ্য খাতে দূনীর্তি টেকাতে নানা প্রদক্ষেপ গ্রহন করার পর ও এক শ্রেনীর অসাধু কর্মচারীরা এই ওষুদ গুলি বিক্রি করে সাধারন মানুষের সাথে প্রতারনা করে যাচ্ছে দিনের পর দিন।

মহেশখালী হাসপাতালের ফামাসিস প্রলন কে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় স্থানীয় যুবক একরাম ও নাছির সরকারী ওষুদ দোকানে বিক্রি করার সময় হাতে নাতে আটক করে হাসপাতাল কতৃর্পক্ষকে সোপর্দ করেছে। ঘটনার সত্যতা শিকার করেন হাসপাতালের ডাঃ মাহাফুজ আহমদ।

এই ঘটনায় সাধারন মানুষের মাঝে নানা গুনজন শুনা যাচ্ছে।। দ্রুত এই অসাধু কর্মচারীর প্রতি ব্যবস্থা গ্রহন করার জোরদাবী জানান। তবে বিষয়টি নিয়ে একটি পক্ষ দামাচাপা দিতে মোটা টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে বলে সুত্রে প্রকাশ।


শেয়ার করুন