ঈদে ঘরমূখী মানুষ

মহেশখালী-বদরখালী ফেরীঘাটে বৃষ্টিতে ভোগান্তি 

chakaria picনিজস্ব প্রতিবেদক :

আর মাত্র ২/১ দিন পর মুসলমানদের সবচেয়ে বড় ধমীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হবে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাড়ির টানে বাড়ি ফেরা ঘরমূখী হাজার হাজার মানুষ চরমদুর্ভোগের কবলে পড়েছে। কর্তৃপক্ষের সু-দৃষ্টি না থাকায় সামান্য বৃষ্টিতে পানিতে টয়টম্বুর হয়ে গেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার-বদরখালী-মহেশখালী সংযুক্ত ফেরিঘাট। চকরিয়ার পাশ্ববর্তী উপজেলা মহেশখালীর লোকজন উপকূলীয় বৃহত্তর বদরখালী ব্যস্ততম বাজারে ঈদবাজার করতে আসায় পানি আর কাদামাটি সয়লাভ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে। যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। ছবিটি চকরিয়ার বদরখালী বাজারের ফেরিঘাট ফুলকলি সংগল্গন এলাকা থেকে গতকাল বিকাল ৫ টায় তোলা।


শেয়ার করুন