কুমিল্লার লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে

মহেশখালীতে হাজারো শিক্ষার্থীর মাদকবিরোধী শপথ

02হারুনর রশিদ, মহেশখালী

কুমিল্লার জেলার লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মহেশখালী উপজেলায় হাজারো শিক্ষার্থীর মাদকবিরোধী শপথ। মহেশখালীতে স্কুল শিক্ষার্থীদের মাদকবিরোধী আলোচনা সভা গত ২৬ এপ্রিল দুপুর ১২টায় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়নমূলক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক,মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহা আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, সিনিয়র শিক্ষক গিয়াসউদ্দীন, শিক্ষক শফিউল আলম, সাংবাদিক জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর সাংবাদিক মোহাম্মদ শাহাব উদ্দীন, সাংবাদিক আবুল বশর পারভেজ।এ সময় লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য নাজমুল হাসান, রোকন,মেহেদী, ইফতি ও রবিন শেখ প্রমুখ উপস্তি ছিলেন।
উক্ত অনুষ্টানের প্রধান অতিথি মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মো: আবুল কালাম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন শ্রেণির জনতার উপস্থিতি দেখে মুগ্ধ হন। এ সময় হাজারো ছাত্র-ছাত্রী মাদক থেকে বিরত থাকার জন্য শপথ নেন এবং শিক্ষকদের ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানান। লাল-সবুজ সংগঠনের এ আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন।


শেয়ার করুন