মহেশখালীতে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

80ee5ee0-4e77-4a39-854f-dddb715fb1ecমহেশখালী প্রতিনিধি: 

মহেশখালীতে আসন্ন পৌর ও ইউপি নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১মার্চ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মত বিনিময় সভায় উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম, মহেশখালী থানার অফিসার ইনর্চাজ বাবুল চন্দ্র বনিক, উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম, শিক্ষা অফিসার আশিষ চিরান ,উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল আলম সাকিব।

মহেশখালী প্রেসক্লাবের সভাপতি , সম্পাদক সহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনে আচরন বিধি লঙ্গণ, নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন রেখে নির্বাচনী প্রচারনা সহ বেশ কিছু সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয় সাংবাদিকদের সাথে। উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম বলেন, আগামী ২০ মার্চ মহেশখালী পৌরসভা ও ২২ মার্চ মহেশখালীর ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরেপেক্ষ ভাবে অনুষ্টানের লক্ষে স্থানীয় সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন কোন প্রার্থী নির্বাচনের আচারন বিধি লঙ্গণ করলে তাকে ৬মাস জেল ও অর্থদন্ডে দন্ডিত করা হবে বলে জানান। সভায় মুক্তিযুদ্ধা সালেহ আহমদ ও ব্যবসায়ি মোস্তাফা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন