মহেশখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

moheshkhali pic 28,10,15হারুনর রশিদ,মহেশখালী:
৮ম জাতীয় বেতন স্কেলে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষে কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুচিন্ত চৌধুরীকে আহবায়ক করে মহেশখালীতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাচারী পেশাজীবিরা ৬দফা দাবীতে এক মানববন্ধন করেছেন। ২৮অক্টোবর দুপুর সাড়েবার টার সময় উপজেলা সত্ত্বর এলাকায়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ডা: মো: মাহাফুজুল হক, উপজেলা প্রকৌশলী মো: মোশারেফ হোসেন, ডা: আশিষ দে, ডা: প্রিয়াংকা দত্ত, ডা: কানন সেন, ডা: শামশুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা, সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, কৃষি কর্মকর্তা শামশুল আলম, সমবায় কর্মকর্তা মাসুদ কুতুবী, ইপি আই কর্মকর্তা মো:সাইফুল হক, সমাজ সেবা অফিসের গোপাল,মাষ্টার সিদুল, স্বাস্থ সহকারী কমল কৃষ্ণ ঘোষ, বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন ককসবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দীন, উপজেলা সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল আলম হেলালী, সাংগঠনিক সম্পাদক সোমেশ চন্দ্র দে,স্বাস্থ সহকারী ফরিদা ইয়াছমিন,পাপিয়া দে, সিনিয়র ষ্টাফ নার্স আনিছুল হক, হাসপাতালের মিরাজ, হাসপাতালের অফিস সহায়ক প্রকাশ কুমার দে প্রমূখ।
৬দফা দাবী সমূহর মধ্যে (১) সিলেকশন গ্রেড় ও টাইম স্কেল বহাল করতে হবে (২) বেতন ভাতাদীতে স্বাক্ষর বাতিল করতে হবে (৩) কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রনালয় প্রতিষ্টা করতে হবে (৪)আন্ত: ক্যাডার বৈষম্য নিরসন করতে হবে (৫)সবাইকে পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ থাকতে হবে (৬) উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে সর্বচ্চো কর্মকর্তাদের পদ মর্যাদা একই হতে হবে।


শেয়ার করুন