মহেশখালীতে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত-৭

04এম বশির উল্লাহ মহেশখালী ৥

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে  শনিবার সকাল ৯টায়  এই সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৭ জন গুরুতর আহত হয়েছে।  সুত্রে জানা গেছে, উপজেলার হোয়ানকের পানিরছড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে একাধিক মামলার আসামী ছৈয়দ বাহিনীর প্রধান ছৈয়দুর সাথে একই এলাকার  মো: আলীর পুত্র আনছারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধর চলে আসছে। এই বিরোধের জের ধরে শনিবার সকাল ৯টায় ছৈয়দ বাহিনীর নেতৃত্বে নাজেম উদ্দিন,সালা উদ্দিন, নুর আলম, আবু বক্কর,মকছুদ সহ ১০ জনের একদল সন্ত্রাসী আনছারের বসত বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্রও দা,কিরিচ এর এলোপাতাড়ি আক্রমন করে আনছার(৩২), আব্দু মজিদ (৪০), নেছার(২৫), আনছারের স্ত্রী পারভিন আক্তার সুমী(২৪) ও নেছারের স্ত্রী রুবি আক্তার (২৩) পাখি বেগম (৪০)সহ ৭ জন কে গুরুতর আহত করে। আহতদের কে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক । তাদের কক্সবাজার সদরে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সুত্রে  জানা গেছে।
মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনার বিষয়ে শুনেছি, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


শেয়ার করুন