মহেশখালীতে মুক্তিযোদ্ধাদের ভিজিএফ চাউল দিলেন এম.পি আশেক

Moheshkhali Pic- 22-10-2015(2)হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালীতে মুক্তিযোদ্ধাদের বিশেষ বরাদ্দের ভিজিএফ চাউল দিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। ২২ অক্টোবর বিকালে মহেশখালী খাদ্যগুদাম থেকে এ চাউল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব, সাবেক মুক্তিযোদ্ধা সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ, যুগ্ন আহ্বায়ক হালিমুর রশিদ, নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডাঃ সলিমুল্লাহ খান, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, খাইর হোসেন, প্রীতিকণা শর্মা এবং উপকারভোগী সকল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ এবং আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থি’ত ছিলেন। এ সময় ২২ জন মুক্তিযোদ্ধা ও ৯৪ জন শহীদ পরিবারকে তিন মাসের জন্য ৬০ কেজি করে প্রতি পরিবারকে বিশেষ বরাদ্দের চাউল বিতরন করা হয়।
চাউল বিতরনকালে এমপি আশেক বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকার বিভিন্ন সুযোগ সুবিধা সহ সকল প্রকার সহযোগীতা দিয়ে আসছেন এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে।


শেয়ার করুন