ঠিকাদারের দূর্নীতি !

মহেশখালীতে ব্রীজ খুলে ফেলায় যোগাযোগ বন্ধ, দূর্ভোগে যাত্রী

3905bb1c-e1d9-4f90-91f8-d5293defa60eএম বশির উল্লাহ, মহেশখালী
মহেশখালী উপজেলার হোয়ানকের ১টি ব্রীজ নির্মান করতে খুলে ফেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছে শতাধিক মাল ভর্তি ট্রাক। উপজেলার গোরকঘাটা জনতা বাজার সড়কের হোয়ানক কালাগাজির পাড়া বাজার সংলগ্ন ব্রীজটি পূর্ণ নির্মানের জন্য ঠিকাদার কর্তৃপক্ষ খুলে ফেলায় জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। ব্রীজ নির্মান করার জন্য ব্রীজের পার্শবর্তী এলাকায় (ডাইভেশন) রোড তৈরি করা ঠিকাদারের দায়িত্ব, এ ব্রীজটি নির্মাণ করার জন্য খুলে ফেলাহলে ও সকল ধরনের পরিবহণ চলাচলের উপর্যোক্ত কোন রোড তৈরী না করে ব্রীজটি নির্মাণের শুরু করে। এ দিকে শাপলাপুর জনতা বাজার সড়কের শাপলাপুর বাজারের পশ্চিমে ১টি ব্রীজ নিমার্ণের কাজ চালু থাকায় ঐসড়ক দিয়ে পণ্যবাহী কোন গাড়ি যাতায়াত করতে পারছে না। গত দই দিন পূর্ব থেকে হোয়ানক কালাগাজির পাড়া এলাকার এ ব্রীজটি নির্মাণের জন্য খুলে ফেলায় চট্টগ্রাম ও চকরিয়া থেকে মহেশখালী সদরে নিয়ে আসা বিভিন্ন মালামাল ভর্তি ট্রাক ডাইভেশন রোডের অভাবে আটকে পড়েছে। এসব মালামাল বাহী ট্রাকে মুদির দোকানের মালামাল ছাড়া ও কাচা তরিতরকারী পণ্য রয়েছে। গোরকঘাটা ও নতুন বাজার থেকে দ্বিগুন বাড়ায় পিকআপ ও জীপ গাড়ি মালামাল আনলোড করতে বিড়ম্ভনার শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের। অপরধিকে কালাগাজির পাড়া ব্রীজের নির্মাণ কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্টান শওকত কনষ্ট্রাকশন কর্তৃপক্ষের অবহেলার কারনে এ দূর্ভোগে সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্টানের সাব ঠিকাদার ইসমাইল জানান, (ডাইভেশন রোড) বিকল্প সড়ক তৈরীকরতে আমাদের কোন দায়িত্ব নেয়। সড়ক ও জনপদ বিভাগ ব্রীজ খুলে দেওয়ার পর আমরা কাজ শুরু করি। স্থানীয় ছনখোলা পাড়ার বাসিন্দা হাজ্বী ছৈয়দ আহামদ জানান যে, বিকল্প রোডটি তৈরী করেছে সে রোড দিয়ে জীপ গাড়ি দূরের কথা দুইটি সি.এনজি চলারও পরিবেশ নেয়। মহেশখালী বঙ্গবন্ধু মহিল কলেজের অধ্যক্ষ মোঃ হোসাইন জানান ঠিকাদারের লোকজন দূর্ণীতির আশ্রয় নিতে মানুষের জানমাল ও চলাচলের কথা চিন্তা করেনি। উপযোক্ত বিকল্প সড়ক তৈরী না করে কেন ব্রীজ খুলেছে সে বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে মহেশখালী কুতুবদিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ্ রফিক জানান এ বিষয়টি নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম জানান, ব্যবসায়ী ও জনসাধারনের চলাচলের পরিবেশ তৈরী করতে ঠিকাদারী প্রতিষ্টানের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। কালাগাজির পাড়া ব্রীজ এলাকায় ২৬শে জানুয়ারী সকাল থেকে দুই সন্ত্রাসী গ্রুপের বন্দুক যুদ্ধে আটকে পড়া গাড়ির মালামাল রাতের আধারে ডাকাতি ও লোটপাটের আশংকা প্রকাশ করে গোরকঘাটা বাজার বণিক সমিতির সভাপতি মৌঃ আবু সালেহ্ প্রশাসনের নিকট নিরাপত্তার সহায়তা ও বিকল্প সড়ক তৈরীর দাবি জানান। অপরধিকে নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এস.এম বেলাল জানান এ সংকটটি দ্রুত নিরসন না হলে ব্যবসায়ীদের সাথে পণ্য ভোগি সাধারণ লোকজন চরম ভোগান্তীতে পড়বে।


শেয়ার করুন