মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ, ৪ মানবপাচারকারী ও জলদস্যু আটক

images (1)চীফ রিপোর্টার, সিটিএন: 
মহেশখালীতে মানবপাচারকারী ও জলদস্যুদের সাথে পুলিশের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টার দিকে কুতুবজোম ইউনিয়নের তাজিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিন মানবপাচারকারীসহ একজন জলদস্যুকে আটক করেছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌস জানান, রবিবার মধ্যরাতে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়া কাটা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে মানবপাচারারী ও জলদস্যুরা পুলিশকে লক্ষ্য কওে গুলি ছূঁড়ে। পুলিও পাল্টা গুলি করলে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী তাজিয়া কাটা এলাকার মৃত নেছার আহমদের পুত্র রহিম, সিকদার আলীর পুত্র মালেক ও মৃত আব্দুশ শুকুরের পুত্র জাহাঙ্গীরকে আটক করা হয়। একই অভিযানে জলদস্যু আব্দুস সাত্তারের পুত্র সফি আলমকেও আটক করে পুলিশ। দিদারুল ফেরদৌস জানান, আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার ও জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। আটককৃতদেও সোমবার আইনী প্রক্রিয়া শেষে মহেশখালী আদালতে হাজির করার কথা জানিয়েছে পুলিশ।


শেয়ার করুন