মহেশখালীতে ধর্ষণকারীদের গ্রেফতারে শিক্ষার্থীদের মানববন্ধন

28-4-16 moheshkhali picএম বশির উল্লাহ, মহেশখালী :

মহেশখালীতে স্কুল ছাত্রী গণধর্ষণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধ ও স্মারকলিপি প্রদান করেছে স্কুল ছাত্রীসহস্থানীয় জনসাধারন । মানববন্ধন শেষে মাননীয় স্বরাষ্ট মন্ত্রী বরাবরে এক স্বারকলিপি প্রদান করে ধর্ষিতার পিতা কালিপদ দে। ২৮ এপ্রিল সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদের সামনে স্থানীয় জনতা মানববন্ধনের আয়োজন করে। প্রসঙ্গত ১৬ এপ্রিল বৈশাখী মেলা ও বর্ষ বরণ অনুষ্ঠিত হয়।

মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান সমূহ উৎযাপনের লক্ষ্যে স্কুল গেইট হইতে ৮ম শ্রেনীর ছাত্রী প্রিয়া রানী দে কে গোরকঘাটা দক্ষিণ হিন্দু পাড়া এলাকার রুবেল দাশ, পিতা মৃত বাদল দাশ, হিরু মোহন্ত, পিতা- গোপাল মোহন্ত, সাং- দক্ষিণ হিন্দুপাড়া, শামু দাশ, পিতা- মিলন দাশ, বাবলু দাশ, পিতা- লক্ষণ দাশ, নিশি রানী দে,পিতা- পবন দে মিলে যৌথ ভাবে টম টম গাড়ীতে উঠাইয়া গোরকঘাটা বাজারে নিয়া যায়। সেখান থেকে প্রিয়াদে কে বিভিন্ন কলা-কৌশলে কক্সবাজার শহরের এক আবাসিক হোটেলে নিয়ে তথায় উল্লেখিত যুবকরা প্রিয়া রানী দে কে তাহার ইচ্ছার বিরুদ্ধে পর পর পালাক্রমে ধর্ষন করে। ধর্ষণের কারনে স্কুল ছাত্রীটি অসুস্থ হয়ে পড়িলে ঐ হোটেল কক্ষ থেকে সরিয়া পরে ধর্ষকরা । পরিবারের পক্ষ থেকে অনেক খোজাখুজির পর হোটেল কতৃপক্ষ স্কুল ছাত্রীর জিজ্ঞাসায় পরিচয় জানিতে পারাই তাদের হেফাজতে আছেন মর্মে পিতা মাতাকে সংবাদ দেয়, তথা হইতে প্রিয়া রানী দে কে উদ্ধার করিয়া মহেশখালী হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ছাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে পিতা কালিপদ বাদী হয়ে মহেশখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০১৩ ইং এর ৯(৩)/৩০ ধারায় মামলা রুজু করে। যাহার মামলা নং জি আর ১০২/২০১৬। উক্ত মামলা হওয়ার পর হইতে আসামীপক্ষ এবং গোপনে তাহাদের সাহায্যকারী প্রভাবশালী মহল মেয়ের ন্যায্য বিচার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবী করেন। যার ফলে মেয়েকে এই পাশবিক নির্যাতন নিরবে সহ্য করতে হচ্ছে। পিতা হিসাবে অবাক বিষ্ময়ে এই করুণ দৃশ্য দেখা ছাড়া তার আর কোন গত্যন্তর নেয়। এধরনের ঘটনায় আইনানুগ প্রতিকার না পেলে এইভাবে র্ধষকরা সমাজের আরো কত মেয়েকে নির্যাতনে বাধ্য করার প্রবনতা বাড়বে। নিকট ভবিষ্যতে তা বলে দিবে। একারনে ধর্ষক ও এই গণ ধর্ষণের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা না নিলে উল্লেখিত ব্যক্তিরা উৎসাহিত হবেন বলে দাবি করেন। মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্বতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, এডভোকেট আবছার কামাল , মহেশখালী কলেজ এর প্রভাষক মোস্তফা কামাল সোহাগ, মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন আজম, আব্দুল মান্নান, একরামুল হক, সুজন কুমার দে সহ মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ।


শেয়ার করুন