মহেশখালীতে দূর্গা পূজার প্রস্তুতি

images (2)এম বশির উল্লাহ, মহেশখালী :

শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনে লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর, বুধবার সকাল ১১টায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম। উপজেলার ৩৩টি পূজামন্ডপ এ শান্তিপূর্ণ ভাবে পুজা উদযাপনে পুলিশ, আনসার সদস্য ও জন প্রতিনিধি এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সহায়তা চান প্রশাসন । প্রতিটি ইউনিয়নে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সম্বনয়ে একাদিক ভিজেলেজ টিম গঠন করায়। পূজা উদযাপনে অন্য ধর্মের প্রতি সহনশীল মনোভাব পোষণ করতে হিন্দু ধর্মীয় নেতারা এলাকা ভিত্তিক মন্ডপ নেতাদের আহবান জানান। পূজা চলাকালিন সময়ে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য বদ্ধ পরিকর অাইন শৃংখলা বাহিনী।

সভায় বাংলা মদ উৎপাদন ও বিপননের ক্ষেত্রে পুলিশ ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনার ঘোষনা দেন। অন্যানাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নোমান হোসেন, মহেশখালী থানার ওসি সাইকুল আহাম্মদ ভূইয়া, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী এম. আজিজুর রহমান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম শাকিব,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামশুল আলম, মাষ্টার দিলিপ দাশ, সাবেক পৌর মেয়র পূর্ণ চন্দ্র দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রজ গোপাল ঘোষ, সাধারণ সম্পাদক প্রনব কুমার দে, প্রকৌশলী মোশারফ হোছাইন, কৃষি কর্মকর্তা শামশুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের এস.এম মিরকাসেম, নীরেন্দ চন্দ্র পাল, ডি.জি.এম পল্লীবিদ্যুৎ আবুল বাশার মোহাম্মদ শামশুদ্দিন, আনসার ভি.ডি পি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম, মহেশখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল বশর পারভেজ, গোরকঘাটা বাজার বণিক কল্যান সমিতির সভাপতি মৌলানা আবু ছালেহ্, রুপজ খিসা বিপিন কুমার দে, লক্ষী চরণ দে, সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, কালারমার ছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম ছিদ্দিকি, শ্রী সুনিল কান্তি দে, প্যানেল মেয়র পৃতিকনা শর্মা, কাউন্সিলর প্রনব দে ইদুল, মুক্তযোদ্ধা ডা: শলিম উল্লহ্ খাঁন, প্রিয়তোষ দেওয়ানজী, শ্রী রাকাল চন্দ্র মজুমদার, অধ্যাপক দিপক পাল, উদ্ববক কুমার দাশ,উজ্জল কান্তি দে, ডা: দুলাল কান্তি মজুমদার, মৃদুল শীল, দীপক কান্তি শীল ধলঘাটা, শ্যামল কান্তি দে, রুপন কান্তি দে, সুমা দাশ, সুভ্র দত্ত, মুক্তা কেসী দে, তুশার কান্তি দে, বৃষ্টি বরণ শীল প্রমুখ।


শেয়ার করুন