মহেশখালীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

7113b20b-b855-42d4-a33b-8da525cd09f5হারুনর রশিদ,মহেশখালী

দুর্যোগ প্রবণ মহেশখালী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬ পালিত হয়েছে। ১০মার্চ সকাল ১১টা উপজেলা চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে মিলিত হয়; উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আবুল কালাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্পবাস্ত বায়ন কর্মকর্তা শফিউল আলম শাকিব এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় উপস্থিতছিলেন- সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা নিরেন্দ্র চন্দ্র পাল, পজিপ কর্মকর্তা রূপজ খিষা, মাষ্টার গিয়াস উদ্দীন। পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে দূর্যোগ এর চিত্র নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে মহেশখালী উপজেলার দূর্যোক ব্যবস্থাপনা কমিটি। এবার ‘দুর্যোগ পাব না ভয়, দুর্যোগকে আমরা করব জয়’ স্লোগানকে সামনে নিয়ে দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী ও বহু শ্রেণি-পেশার মানুষ দুর্যোগ মোকাবেলায় নিজেদের প্রস্তুত থাকবার কথা জানান দেন।


শেয়ার করুন