মহানবমী ও বিজয়া দশমী আজ

puja4-400x239সিটিএন ডেস্ক:

আজ বৃহষ্পতিবার শেষ হচ্ছে দুর্গাপূজা। সাধারণত ষষ্ঠি থেকে দশমী পর্যন্ত পাঁচদিন এই আনুষ্ঠানিকতা চলে। কিন্তু তিথি অনুযায়ী, মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন মিলে যাওয়ায় একদিন আগেই শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকালে নবমীর বিহিত পূজা শুরু হওয়ার পর তা বিজয়া দশমীর বিহিত পূজা দিয়ে শেষ হয়।
এবার দেবী স্বর্গ থেকে ঘোড়ায় করে আসবে আর ফিরে যাবেন পালকিতে করে। তাই ভক্তরা মা আসার দিনে বিভিন্ন অরাধনাসহ বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করবে। লগ্ন মিলে যাওয়া আজ একই সাথে মহানবমী এবং বিজয়া দশমী।
প্রতিবছর এই তিথিতে দুর্গতিনাশিনী দেবী দুর্গা ভক্তদের মাঝে আবির্ভূত হন অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। এই পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ লাভ হয়। আজ এই দিনে ভক্তরা স্বর্গ থেকে পৃথিবীতে আসা দেবীকে নানা উপাচারে আরাধনা এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করছে।
তবে তা, দর্পণ বিসর্জনের মধ্যমে আনুষ্ঠানিক পূজা সমাপ্ত হবে। তবে দেবী দুর্গার বিসর্জন হবে শুক্রবার। দেশের বিভিন্ন ম-প থেকে বের হবে বিজয়া শোভাযাত্রা। তবে বিজয়া দশমী কাল শেষ হলেও সন্ধ্যায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রায় সব ম-পই প্রতিমা দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।


শেয়ার করুন