মন্ত্রীর কাপড় বদলানো গোপন ক্যামেরায়!

সিটিএন ডেস্ক:

ভারতের শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ নিয়ে তোলপাড় চলছে ভারতজুড়ে। পোশাক পছন্দের পর সেটি শরীরে চড়াতে গিয়ে বিপত্তিতে পড়েছেন ভারতের বিজেপি সরকারের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী (শিক্ষামন্ত্রী) ও অভিনেত্রী স্মৃতি ইরানি।

শুক্রবার তিনি গোয়ার একটি জনপ্রিয় ব্র্যান্ডের পোশাকের দোকানে গিয়ে ট্রায়াল রুমে পোশাক পরিবর্তনে গিয়ে গোপন ক্যামেরার সন্ধান পেয়েছেন। পরে ৩৯ বছর বয়সী স্মৃতি ইরানি পুলিশের কাছে এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন।জানা গেছে, বিজেপি সরকারের নিয়ম অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সমুদ্র শহর গোয়াতে যান। সেখানকার কান্দোলিমে ভারতের জনপ্রিয় পোশাক প্রতিষ্ঠান ‘ফেবিনদিয়া’র একটি আউটলেটে তিনি কিছু পোশাক কিনতে যান।পছন্দের পোশাক নিয়ে স্মৃতি ট্রায়াল দিতে গিয়ে ছোট্ট সেই কক্ষের দিকে তাক করা গোপন ক্যামেরা দেখতে পান। তাৎক্ষণিকভাবে মন্ত্রী ওই কক্ষে চিৎকার দিয়ে ওঠেন এবং স্বামী ব্যবসায়ী জুবিন ইরানকে ডাকেন।এরপর বিজেপির স্থানীয় সংসদ সদস্য মাইকেল লবোকে ডাকা হয়। তিনি ঘটনাস্থলে এসে এ ঘটনায় স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন। তবে ততক্ষণে ওই দোকানে ভিড় জমে যায়। মাইকেল লবো পুলিশ ডেকে ভিড় তাড়ান। পরে তিনি বলে, ‘ওই ট্রায়াল কক্ষে ক্যামেরার লেন্স এমনভাবে তাক করা যা সহজে কারো নজরে পড়বে না। কিন্তু সেটি পোশাক পরিবর্তনের সময় শরীরের দিকেই তাক করা রয়েছে।’মাইকেল লবো জানান, ‘পরে ক্যামেরার ভিডিও চেক করে পুরো ঘটনা ধারণের দৃশ্য দেখতে পেয়েছি। এটি বাজে লোকেদের কাজ। কেউ এটি ধারণ করে দেখে থাকেন।’ভিডিও ফুটেজ ও দোকানের স্টাফ সূত্রে থেকে জানা গেছে, প্রায় চার মাস আগে ওখানে গোপন ক্যামেরা বসানো হয়। ব্যবস্থাপকের কক্ষ থেকে এই ক্যামেরা নিয়ন্ত্রণ করা হয়। তবে ঘটনার দিন ওই দোকানের ব্যবস্থাপক ছুটিতে আছেন বলে জানিয়েছেন।স্থানীয় সংসদ সদস্য লবো নিশ্চিত করেছেন, ক্রেতাদের পোশাক পরিবর্তনের সময় ক্যামেরায় ধারণা করা বিপুলসংখ্যক ভিডিও ফুটেজ পাওয়া গেছে।এ ঘটনায় পুলিশ নারী হয়রানির অভিযোগে ওই দোকানে বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে এবং কে ওই ট্রায়াল রুমে ক্যামেরা বসিয়েছেন, তা খুঁজে বের করতে তদন্ত করছে।মাইকেল লবো জানান, পুলিশ ওই ঘটনার সাক্ষ্য-প্রমাণ খুঁজে দেখছেন এবং দোকানের সমস্ত প্রমাণাদি জব্দ করেছেন।দোকান থেকে ফিরে শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি কান্দোলিম থানায় একটি অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।


শেয়ার করুন