মধ্য আকাশে পাইলটের মৃত্যু

121651_1সিচিএন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফিনিক্স থেকে বস্টনে যাওয়ার পথে আমেরিকান এয়ারলাইন্সের এক পাইলট মারা গেছেন।

তবে কো-পাইলট বিমানটির নিয়ন্ত্রণ নেন এবং নিরাপদে বিমানটিকে নিয়ে নিউইয়র্কের সাইরেকসে অবতরণ করেন বলে বিমানসংস্থাটি জানিয়েছে।

ফ্লাইট ৫৫০ রবিবার মধ্যরাতে ফিনিক্স ত্যাগ করে এবং সোমবার সকালে বস্টনে অবতরণ করে।

বিমান চালনাকালে পাইলট অসুস্থ হয়ে পড়েন এবং তখন বিমানটিকে ঘুরিয়ে দেয়া হয়।

আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র মিশেল মোহর জানান, এরপর নতুন একজন পাইলট সাইরেকসে পাঠানো হলে বিমানটি বস্টনের উদ্দেশে যাত্রা করে এবং সোমবার সকালে অবতরণ করে।

মোহর জানান, এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের কোনো সুযোগ নেই এবং বিমান নিরাপদেই অবতরণ করবে।

‘এ ধরনের পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমরা যথেষ্ট সক্ষম। এজন্যই ককপিটে আপনারা একের অধিক পাইলট দেখতে পান,’ বলছিলেন মোহর।

সূত্র: বিবিসি


শেয়ার করুন