মঙ্গলবার মহেশখালী আ.লীগের সম্মেলন

ssস্টাফ রিপোর্টার, মহেশখালী
মহেশখালী উপজেলা আওয়ামীলীগের মঙ্গলবার (১৯)জানুয়ারী সম্মেলন। মহেশখালী আওয়ামীলীগের ত্রি-র্বাষিক সম্মেলন। কাউন্সিলরা হতাশ, ভোটের মাধ্যমে নেতানির্বাচন করতে চায় কর্মীরা। দীর্ঘ ১৩বছর পরে অনুষ্টিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত মহেশখালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনও কাউন্সিল। পারিবারিক রাজনৈতিক বিরোধীতার বর্হি-প্রকাশ ৪ প্রার্থীর লড়াই হবে হাড্ডা-হাড্ডী
বহুবার তারিখ পাল্টানোর পর এবারে ঘোষিত তারিখে সম্মেলন হতে যাচ্ছে। নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে কাউন্সিলর ও আওয়ামীলীগ সমর্থক নেতা কর্মীদের মাঝে। আগামী কাল ১৯জানুয়ারী বড় মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহদুর এমপি,উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতাকর্মীদের প্রত্যশা ভোটের মাধ্যমে নেতা নিবর্াাচন করতে চায় । মান মর্যাদার লড়ায়ে বহুল কাক্ষিত এবারে কাউন্সিলে ২০৪ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন বর্তমান কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী।
পারিবারিক মান-মর্যাদার লড়ায়ে বিজয় হতে কাউন্সিলারদের ঘরে ঘরে ভোট প্রত্যাশা করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, বর্তমান সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারন সম্পাদক পদে মহেশখালী কুতুবদিয়ার বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা যুবলীগের সভাপতি মো: শাহাজাহান, হঠাৎ করে এমপি আশেক সাধারণ সম্পাদক পদের প্রার্থীতা ঘোষানা দিলে কাউন্সিলদের মাঝে নতুন হিসাব নিকাশ শুরু হয়। কার মান রাখবে এটাই প্রশ্ন হয়ে দাড়িয়েছে কাউন্সিলদের মধ্যে। সম্মেলনকে ঘিরে সভাপতি পদের চেয়ে সাধারণ সম্পাদক নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
একাধিক কউন্সিলাদের মতে, ভোট যুদ্ধে শান্তিপূর্ন, সুষ্ট ও নিরেপেক্ষভাবে ভোটের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচন করতে চাই। যারা ত্যাগি সংগঠক তাদেরকে আমরা নির্বাচিত করব। আশা রাখি সুষ্ট ও সুন্দর ভাবে আমাদের কাউন্সিল সম্পন্ন হবে। মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে যত না আনন্দের তেমনী আতংাকের ও মনে করছেন অনেকে। আবার অনেক কাউন্সিলর ভোট প্রয়োগে অংশ গ্রহণ থেকে বিরত থাকতে পারেন এমন গুনজন শুনা যাচ্ছে।
নাম না বলার শর্তে একাধিক কাউন্সিলর মনে করেন, মহেশখালী উপজেলার রাজনীতি হয়তো একক ভাবে বড় মহেশখালীর হাতেই চলে যাবে। পরবর্তীতে প্রতিশোধের রাজনীতি শুরুহতে পারে মহেশখালীতে।
মহেশখালীর রাজনীতির ইতিহাসে এবারের মত কোন সময় বড় ধরনের প্রতিধন্ধীতা পূর্ন প্রার্থী নিয়ে সম্মেলন হয়নি। দক্ষিণ চট্টগ্রামের জন্য একটি একটি স্মরনীয় ইতিহাস। মহেশখালীর সকল মানুষের প্রত্যশা সম্মেলন পরবর্তীতে যেন মহেশখালীর রাজনীতি উত্তপ্ত না হয়। শান্তি পূর্ন সহ অবস্থানের মাধ্যমে রাজনীতির পথ পরিচালিত হয়। এবারে উপজেলা আওয়ামীলগের সম্মেলন নিয়ে আসন্ন ইউনিয়ন ও পৌর নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে অনন্য ভূমিকা থাকায় কাউন্সিলদের কদর বেড়েছে। মহেশখালী উপজেলা আওয়ামীলগের সম্মেলনে যারা কাউন্সিলর পদে ইউনিয়ন ভিত্তিক ভোটাধিকার প্রয়োগ করবেন তাহরা হলেন ,বাঃআঃ মঃউঃ শাঃ ২০৯/১/(১) স্মারক মূলে ১১/১২/১৫ তারিখে সভাপতি আলহাজœ আনোয়ার পাশা ও সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান কতৃক স্বাক্ষরিত প্রাপ্ত তালিকা অনুসারে।
মাতারবাড়ী ইউনিয়ন – এসমএম মুজিবুল হক, এডভোকেট আব্দুর রউফ, এডভোকেট মোস্তাক আহাম্মদ, এনামুল হক চৌধুরী, প্রফেসর নুরুচ্ছফা, মাষ্টার রুহুল আমিন, ডাঃ কবির আহাম্মদ,এ.কে এম জাহাঙ্গীর বাদশা, বশির আহাম্মদ মেম্বার, মাহাবুব মোর্শেদ, মাষ্টার মোহাম্দ উললাহ, আব্দুল হামিদ মেম্বার, কালা মিয়া মেম্বার, মোঃ রাশেদ খান, ডাঃ কুমার শিল্পব মিলন, রেজাউল করিম , মুজিবর রহমান, কাউছার সিকদার, বদর উদ্দিন, জিএম ছমির উদ্দিন, এস এম আবু হায়দার।
ধলঘাট ইউনিয়ন-আহছান উল্লাহ বাচ্ছু, সাইদুল আলম,আমান উল্লাহ, নুরুল হক,নবী উল্লাহ, নুরুল হুদা, মোঃ ইসমাইল, মোঃ সেলিম রেজা, বখতেয়ার আলম, ফরিদুল আলম, নুরুল আলম কহিনুর, শওকত আলী, নুরুল কবির সজিব, নুরুল আবছার, আকতার আহাম্মদ, ডাঃ সুবল শর্মা, জয়নাল আবেদীন, সালাউদ্দিন বাবুল, মাষ্টার ফজল কবির, মোজাজাম্মেল হক, শাহাজাহান চৌধুরী।
কালারমারছড়া ইউনিয়ন– মাষ্টার রুহুল আমিন, শেখ আব্দুল জব্বার, মোঃ শরীফ মাতাব্বর, মাষ্টার বশির আহাম্মদ, জহিরুল আলম বদন, আব্দুল হাকিম, এডভোকেট নোমান শরীফ, বদরুল আলম আনচারী, হাজী রশিদ আহাম্মদ, ছিদ্দিক আহাম্মদ, ডাঃ মানিক শাহ হিরু, তারেক বিন ওসমান শরীফ, আব্দুল মোনাফ, মাষ্টার কাশেম আলী, ডাঃ ছাবের আহাম্মদ, ডাঃ আহাম্মদুর রহমান, আব্দুশুক্কুর ভেট্টা, দিল মোহাম্মদ, ছৈয়দুল কাদের, রমিজ উদ্দিন, নুরুল ইসলাম।
হোয়ানক ইউনিয়ন– মোহাম্মদ ফরিদুল আলম বিএ, আলহাজ্ব মীর কাশেম বিএ, নুর মোহাম্মদ এমএ, মোঃ মোস্তফা কামাল, নুরুল আলম চৌধুরী, জাফর আলম জফুর, ছিদ্দিক আহাম্মদ, শান্তি লাল নন্দী, মোঃ শাহা আলম, আব্দুল কাদের মিস্ত্রি, স্বপন ভট্টাচ্যার্য , মোঃ আলী, মোঃ সেলিম, আব্দুছালাম (সোনা মিয়া), কুতুবউদ্দিন এলাহি, আব্দুল হক, বিপিন কুমার দে, হারুনর রশিদ, আজিজুল হক, মো: রশিদ, নিপেন্দ্র কান্তি দে।
বড় মহেশখালী ইউনিয়ন– আলহাজ্ব আক্তার কামাল, মো: ছিদ্দিক মেম্বার, আব্দুস সালাম বাঙ্গালী, ফোরকান বি.এ, মোস্তাক আহমদ তালুকদার, আলহাজ্ব নুরুল কবির, মৌ: আক্তার কামাল, আলহাজ্ব সিরাজ মিয়া বাশি, মো: নুরুল আমিন, আলহাজ্ব মো: শরিফ বাদশা, এনামুল হক, মো: জাফর আলম, আজিজুল হক, মো: মোস্তফা কামাল, প্রফেসর আহমদ কবির, এস.এম বেলাল, আবুল ফজল, ওসমান গনি,আলহাজ্ব দলিল মিয়া, মফিজুর রহমান, নেপাল কান্তি দে।
শাপলাপুর ইউনিয়ন– রুহুল আমিন,ডা:এমওসমান সরওয়ার, এম.জসিমম উদ্দিন,মাষ্টার আলি আহামদ সিকদার, হুমাইউন কবির, অর্পন কান্তি পাল,মীরজুল ইসলাম, হাজী আবুল কজালাম, মাষ্টার মো: ইদ্রিস, মো: রশিদ মিয়া, আব্দুল গফুর, নুরুল আলম, সাঈদুল ইসলাম চৌধুরী, ফজলুল কাসেম, মৌ :ওসমান গনি, মনজুর আহামদ, রমিদ আহামদ, সালেহ আহামদ, নুরুল আবছার, নুরুল আবছার, মো: আলম।
ছোট মহেশখালী ইউনিয়ন ঃ ব্রজ গোপাল ঘোষ, আলহাজ্ব জহিরুল জহিরুল ইসলাম সিকাদার, এম. আনামুল করিম, ছব্বির আহামদ, জসিম উদ্দিন (বি.এস.সি) সাইফুল ইসলাম রাইহান, মাহাবুব আলম, লালজরি বেগম, মো: রশিদ মেম্বার, মৌং মো: হোছাইন, লিয়াকত আলী, প্রণব কান্তি দে, রমা রাণী ঘোষ, মাহাবুব আলম, মো: শাহাজাহান, মো: আবছার সওদাগর, সাহাদত উল্লাহ খাঁন, আলহাজ্ব নেয়ামত আলী, আবদুস সামাদ, মাষ্টার এলাহি বক্স, আব্দুস সাত্তার সিকদা,
কুতুবজোম ইউনিয়নঃ আমিরু জ্জামান আমজু,এড:মো: নুরুলহুদা, মাষ্টার মোক্তার আহামদ, মাষ্টার লেয়াকত আলী, মোশারফ হোসেন খোকন, আব্দুল গফুর (নাগু মেম্বার),রবিউল আলম, মাষ্টার কবির আহামদ মেম্বার, ছুরত আলম, শহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, আনোয়ার পাশা, নুরুল হাসেম, দুদু মিয়া, হাজ্বী কেরামত আলী, আবুল কালাম, হুমাইউন কবির, মো: সোলতান, আলী আকবর, আলা উদ্দীন আলম, হাজ্বী মহিবুল্লাহ।
৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ১৫জন কো-অপ সদস্য মিলে ১০৪জন কাউন্সিলর ভোটের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য নেতা নির্বাচিত কবেন যে কমিটির মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগ দ্বীপ উপজেলা মহেশখালীর রাজনীতি আমুল পরিবর্তন আনবেন এমন প্রত্যশা। সর্বশেষ ২০০২ সালের ৩০ সেপ্টম্বর মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হয়েছিল। মহেশখালী উপজেলা আওয়ামীলীগের রাজনীতি এ সম্মেলনকে ঘিরে এখন গোষ্টিগত ও ইউনিয়ন ভিত্তিক ইমেজ রক্ষার ও পারিবারিক মর্যাদা রক্ষার লড়াইয়ে পরিনত হয়েছে। মহেশখালী পৌরসভার কাউন্সিলরদের তালিকা পাওয়া যানি।


শেয়ার করুন