ভোরের পাতার যুগপদার্পণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক

ভোরের পাতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যুগ-যুগ বেঁচে থাকবে

d2fae64b-b6af-414e-b58c-d399deca0b43মোহাম্মদ শফিক :

ভোরের পাতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যুগ-যুগ ধরে বেঁচে থাকবে বলে মন্তব্য করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ারুল নাসের। তিনি বলেছেন, উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে পত্রিকা এগিয়ে যায়। আশা করি ভোরের পাতা তা করবে এবং পর্যটন নগরী কক্সবাজারের সম্বাভ্য ও সমস্যা লেখনির মাধ্যমে বিশ্বে তুলে ধরবে। জাতীয় দৈনিক ভোরের পাতার যুগপদার্পণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত সিনিয়র সাংবাদিকরা বলেন, ভোরের পাতা দেশের জাতীয় একটি শীর্ষ দৈনিক। এই দৈনিকে কক্সবাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাময় বিষয় নিয়ে বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশন করতে হবে। তাহলে পত্রিকাটি কক্সবাজারে আরো পাঠক প্রিয় হবে।

‘আনন্দধ্বনি জাগাও প্রাণে’ শ্লোগানে জাতীয় দৈনিক ভোরের পাতার যুগপদার্পণের আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান কক্সবাজার প্রেসক্লাবে গতকাল বুধবার ১৮ মে ২০১৬ সকালে অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানের আহবানে কক্সবাজারে নেয়া কর্মসুচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস.এম আমিনুল হক চৌধুরী, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, ডেইলি ষ্টারের কক্সবাজার এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আলী জিন্নাত, নিউজ টুডের কক্সবাজার প্রতিনিধি মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক দিনকালের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি, বাংলাভিশনের কক্সবাজার প্রতিনিধি এম.আর খোকন, আজকের দেশবিদেশের মফস্বল সম্পাদক দীপক শর্মা দীপু, পিটিআই’র সাবেক সুপার রাজবিহারী চৌধুরী, এক্সপাউরুলের নির্বাহি পরিচালক প্রকৌশলী কানন পাল, সাপ্তাহিক প্রবাল সম্পাদক ও দুদক এর কক্সবাজার প্রতিনিধি এড. আবদুর রহিম।
দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইমস এর কক্সবাজারের জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকের সভাপতিত্বে ও কক্সবাজার একাত্তর পত্রিকার নির্বাহি সম্পাদক নুরুল আমিন হেলালীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, আমাদের কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহীন, কক্সবাজার ভিশন সম্পাদক আনছার হোসেন, একুশে টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ, কক্সবাজার খবর প্রধান সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাংলা সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত, কক্সবাজার ইন্টার ন্যাশনাল ইউনির্ভাসিটি’র ছাত্রলীগের সভাপতি ও পূর্ব দেশের জেলা প্রতিনিধ মঈন উদ্দিন,আমাদের কক্সবাজারের মফস্বল সম্পাদক আজিজ রাসেল ও স্টাফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, কক্সবাজার ম্যাসেজ’র বার্তা সম্পাদক মোহাম্মদ উর রহমান মাসুদ, দৈনিক সাগর দেশ এর স্টাফ রিপোর্টার কল্লোল দে চৌধুরী, বিশিষ্ট নারী নেত্রী শাহেনা আক্তার পাখি, আজকের কক্সবাজার বার্তার নির্বাহি সম্পাদক এইচএম নজরুল ইসলাম, দীপ্ত টিভির কক্সবাজার প্রতিনিধি হারুনুর রশীদ, আজকের দেশবিদেশ’র নিজস্ব প্রতিবেদক আবদুল আলীম নোবেল ও স্টাফ রিপোর্টার রাশেদ রিপন, দৈনিক হিমছড়ির নিজস্ব প্রতিবেদক ছৈয়দ আলম, দৈনিক বাংলার দূতের কক্সবাজার প্রতিনিধি মুহাম্মদ ইসহাক, সকালের কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক নুরুল আজিম নিহাদ, দৈনিক আলোকিত’র উখিয়া প্রতিনিধি এস.এম শহিদ, দৈনিক কক্সবাজার বাণীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম সোহেল, কক্সবাজার খবর’র শহর সংবাদদাতা শাহ নেওয়াজ, আশার আলো সমিতি’র কাজলি দিদি ও ওর্য়াল্ড ভিশনের প্রতিনিধি হৈমন্তি পাল,কক্সবাজার সরকারি কলেজের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, মহেশখালী পৌর ছাত্রলীগের আহবায়ক বাবু, জালিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক হোছেন,।


শেয়ার করুন