ভূতের ভয়ে স্কুলে যাচ্ছেনা শিক্ষার্থীরা

image_141010_0স্কুলে ভূতের উপদ্রব। আর সেই জ্বালায় আপাতত স্কুলছাড়া সব ছাত্রছাত্রী। উদয়পুরে গাটোড় গ্রাম পঞ্চায়েত এলাকার একটি স্কুলের ঘটনা। আর সেই ভূতের গুজর নাড়িবে দিয়েচে অফিসের শিক্ষক-কর্মী থেকে শুরু করে জেলাস্তরের শিক্ষা ও স্বাস্থ্য দফতরকেও।

সূত্রের খবর, ওই স্কুলের ক্লাস সিক্সের চার ছাত্রী গত কবেকদিন ধরে অদ্ভূত ব্যবহার করছে। আর তাতেই ভয় পেয়েছে বাকি পড়ুয়ারা। তারা আর স্কুলে যেতে চাইছে না। গত সোমবার ২০৫ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলে গিয়েছিল মাত্র ৫০ জন। ভুতে ভয়ে ছাত্রীদের এই অবস্থা বলে দাবি গ্রামবাসীর। যদিও জেলা প্রশাসনের মতে এটা মানসিক অসুস্থতার লক্ষণ। শিক্ষা আধিদপ্তরের কর্মকর্তা কালুলাল আহারি স্কুলে গিয়ে এক ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে ক্লাস থেকে বেরিবে বাড়ি চলে যায়। তার পিছন পিছন গিয়ে শিক্ষিকারা দেখতে পায় কার সঙ্গে যেন অদ্ভুত সব কথা বলছে সে। মঙ্গলবার ওই স্কুলে যায় একটি মেডিক্যাল টিম। যদিও কোনও কারণ খুঁজে বের করা সম্ভব হয়ণি।


শেয়ার করুন