ভুয়া লাইক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফেইসবুকের যুদ্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
ফেইসবুকে অর্থের বিনিময়ে ভুয়া লাইক সংগ্রহ করে অনেক প্রতিষ্ঠান। বিষয়টি জানতে পেরে ভুয়া লাইক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফেইসবুক। এর ফলে সাইটটিতে ভুয়া লাইক সরবরাহ করা প্রতিষ্ঠানগুলো ব্যবসা বন্ধ করতে চলেছে বলে দাবি করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

হালনাগাদ রিকগনাইজিং সাসপিসিয়াস প্যাটার্নস অব লাইক প্রযুক্তির মাধ্যমে ম্যালিসিয়াস সফটওয়্যার, ভুয়া অ্যাকাউন্ট এবং ক্লিক ফার্মের কার্যক্রম ব্লক করা সম্ভব হওয়ায় যুদ্ধে সাফল্যও পেয়েছে সাইটটি। এক ব্লগ বার্তায় ফেইসবুকের নিরাপত্তা প্রকৌশলী এইচ কেরেম চেভিয়ার জানান, গত ছয় মাসে আগের তুলনায় প্রায় তিন গুণ বেশি ভুয়া লাইক শনাক্ত করা হয়েছে। এসব লাইক নির্দিষ্ট পেইজে পৌঁছানোর আগেই ব্লক করা হয়েছে। স্ক্যামাররা স্প্যাম প্রতিরোধ সিস্টেম ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করায় ভুয়া লাইক প্রতিরোধ পদ্ধতির উন্নয়নে নিয়মিত কাজ করছে ফেইসবুক।

সূত্র : ইন্টারনেট


শেয়ার করুন