খুটাখালী পরীক্ষার্থীদের দোয়া মাহফিলে বক্তারা

ভাল ছাত্রের চেয়ে ভাল মানুষ হওয়া দরকার

Cox Doah Mahfil Picসংবাদ বিজ্ঞপ্তি
আজকাল ভাল ছাত্রের অভাব নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় বড় ডিগ্রী নিয়ে ছাত্র বের হচ্ছে। কিন্তু ভাল মানুষ বের হচ্ছেনা। সুতরাং ভাল ছাত্রের চেয়ে ভাল মানুষ হওয়া খুব বেশী দরকার। মাদরাসা থেকে ভাল ছাত্রের পাশাপাশি ভাল মানুষ তৈরী হচ্ছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ২০১৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
২০ জানুয়ারী বুধবার সকালে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওমর হামজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুলাহাজারা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মাওলানা ফিরোজ আহমদ, অধ্যাপক মাওলানা আবুল ফজল, অধ্যাপক মাওলানা রশিদ আহমদ, অধ্যাপক আ.ফ.ম ইকবাল হাছন, ফুলছড়ি দাখিল মাদরাসার সুপার মাওলানা বশির আহমদ, সাবেক শিক্ষক মাস্টার আমান উল্লাহ, প্রাক্তন ছাত্র পরিষদ নেতা গণমাধ্যম ও মানবাধিকার কর্মী ইমাম খাইর প্রমুখ।
উপাধ্যক্ষ মাওলানা রাহমাতুচ্ছলামের পরিচালনায় দোয়া মাহফিলে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে ফরিদুল আলম, মিছবাহ উদ্দিন, নুরুল আবছার, সালাহ উদ্দিন, পরীক্ষার্থীদের পক্ষে মো. সিফাত ও কামরুল হাসান বক্তব্য রাখেন।


শেয়ার করুন