ভারতে ২০১৫ সালের সেরা ব্যক্তিত্ব ‘গরু’!

গরুবছর তো শেষ হওয়ার মুখে। শুরু হয়ে গেছে ২০১৫ সালের ‘সেরা’ বাছার পালা। এ দেশে বছরের শ্রেষ্ঠ ‘ব্যক্তিত্ব’ কে বলুন তো? কেন, গরু! না, না ভুল পরছেন না। নামী-দামী মানব সন্তানদের কয়েকশো মাইল দূরে ঠেলে ইয়াহুর বিচারে এ বছরের পার্সোনালিটি অফ দ্য ইয়ার গরু। ইস্যু অফ দ্য ইয়ার ‘বিফ কন্ট্রোভার্সি।’

ইয়াহু একটি বিবৃতিতে জানিয়েছে গোটা বছর ভারতে সব থেকে বেশি ট্রেন্ড করছে যে শব্দ সেটি ‘গরু’।

গোরুর এহেন জনপ্রিয়তার শুরু মহারাষ্ট্র সরকার সে রাজ্যে গো মাংস নিষিদ্ধ করার পর থেকে। তার পর থেকেই অনলাইন হোক অফলাইন, আলোচনার হট টপিক কিন্তু সেই গরুই।

‘গো মাতা’-কে নিয়ে বিতর্ক, দাদরি, একের পর এক পুরস্কার ফেরানো, ‘অহিষ্ণুতা’ প্রসঙ্গ, সব কিছুর উৎস কিন্তু সেই চার পেয়ে গৃহপালিত পশুটিই।

আগের তিন বছরের মতো এবারও ইয়াহুর বিচারে সেরা মহিলা সেলেব্রিটি সানি লিওন। পুরুষদের মধ্যে এ বছর সেরা সালমান খান। সেরা রাজনীতিক নরেন্দ্র মোদি। সেরা রাজনৈতিক ইভেন্ট বিহার নির্বাচন। – সংবাদমাধ্যম


শেয়ার করুন