ভারতে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক:

নয়াদিল্লি: ভারতে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

উৎসব পালনের জন্য উত্তর প্রদেশের বারানসিতে কয়েক হাজার মানুষ একসঙ্গে একটি সেতু পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ার গুজব ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে এ ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের পুলিশ প্রধান জাভেদ আহমেদ বলেন, গঙ্গা নদীর ওপর রাজঘাট সেতু-সংলগ্ন একটি সরু রাস্তায় বিপুলসংখ্যক লোকের সমাগম ঘটে।

ক্রমবর্ধমান ভিড়ের মধ্যে একজন পুরুষ শ্বাসরোধে মারা গেলে জনতার মধ্যে মানসিক উত্তেজনার সৃষ্টি হয়। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, রাজঘাট সেতু ভেঙে পড়েছে। এই গুজবের কারণে আরও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

জাভেদ বলেন, পাঁচ হাজার মানুষ ওই অনুষ্ঠানে জড়ো হবে উল্লেখ করে অনুমতি চাওয়া হয়। কিন্তু সেখানে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ঘটে। নিহতদের মধ্যে বেশির ভাগ নারী। সমাবেশের ব্যবস্থাপনার বিষয়টি পুলিশ তদন্ত করছে।

ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ভারতে ধর্মীয় উৎসবে পদদলিত হওয়ার ঘটনা বিরল নয়। গত জুলাইয়ে দেশটির দক্ষিণাঞ্চলের পবিত্র নদীর তীরে পদদলিত হয়ে ২৭ তীর্থযাত্রীর মৃত্যু হয়।

২০১৩ সালের অক্টোবরে মধ্যপ্রদেশ রাজ্যের একটি মন্দিরের কাছে পদদলিত হয়ে ১১৫ জনের মৃত্যু হয়। সাত বছর আগে ওই স্থানে পদদলিত হওয়ার আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি


শেয়ার করুন