ভারতে করোনার ঊর্ধ্বগতি, তিন মাসে সর্বোচ্চ শনাক্ত

সিটিএন ডেস্কঃ

ভারতে টানা তিন মাসের বেশি সময় পর একদিনে সর্বোচ্চ ৩৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশই শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে।

পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে ২৪ ঘণ্টায় ২৩ হাজার ১৭৯ নতুন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে বলে বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ভারতে এখন পর্যন্ত সরকারি হিসাবেই শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০৫। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ২১৬ জনের।

শনাক্ত রোগী সংখ্যায় দক্ষিণ এশিয়ার এ দেশটির অবস্থান বিশ্বের মধ্যে তৃতীয়। ভারতের ওপরে কেবল যুক্তরাষ্ট্র আর ব্রাজিলই আছে।

৩৫ হাজারের বেশি নতুন রোগীর পাশাপাশি সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ভারতে ১৭২ জনের প্রাণও কেড়ে নিয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮৪ জনের।


শেয়ার করুন