ভারতের ৭৭ শতাংশ মানুষ গরিব

poor-300x169সিটিএন ডেস্ক:

ভারতে ৭৫ শতাংশ গ্রামীণ পরিবারের মাসিক আয় পাঁচ হাজার টাকার কম৷ ৫১ শতাংশ পরিবার কায়িক শ্রমের মাধ্যমে জীবকা নির্বাহ করে৷ ২৮ শতাংশ পরিবারের মোবাইল ফোন বা যোগাযোগের অন্য কোনও মাধ্যম নেই৷ ৭ কোটির বেশি গ্রামীণ পরিবার নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত৷
গত সপ্তাহে ভারতের সামাজিক-অর্থনৈতিক জাতি গণনা সমীক্ষা এই তথ্যগুলি প্রকাশ করেছে৷ তাতে বলা হয়েছে,৮৩ কোটি ৩০ লক্ষ ভারতীয় গ্রামাঞ্চলে বসবাস করেন৷সামাজিক-অর্থনৈতিক জাতি গণনা সমীক্ষা এমন একটা সময়ে প্রকাশিত হয়েছে, যখন আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থাগুলি হুঁশিয়ারি দিয়েছে যে, অগ্রগতিতে মন্দা দেখা দেবে গ্রামীণ ভারতে৷ এর ফলে সার্বিক অর্থনৈতিক পঙ্গুত্ব আসতে পারে৷
সংস্থাগুলির পরামর্শ, গ্রামাঞ্চলে সংস্কারে জোর দেওয়া হোক৷ গ্রামীণ পরিবারগুলির অর্ধেকের বেশি কায়িক শ্রমের ওপর নির্ভর করে জীবিকা চালায়৷ গ্রামীণ জনসংখ্যার ৭৫ শতাংশ মাসে পাঁচ হাজার টাকার কম রোজগার করে৷ এবং প্রায় ৯০ শতাংশ পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার কম৷ একটি প্রাথমিক বিশ্লেষণ গ্রামাঞ্চলের এক বিবর্ণ ছবি তুলে ধরেছে৷
বলা হয়েছে, ৪টি গ্রামীণ পরিবারের মধ্যে ৩টির মাসিক আয় পাঁচ হাজার টাকার কম৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতিবিদ হিমাংশু অর্জুন সেনগুপ্ত কমিটির রিপোর্ট উল্লেখ করে বলেছেন, ভারতের ৭৭ শতাংশ মানুষ গরিব৷ মিডিয়ায় এই সংবাদগুলি উঠে আসেনি৷
জাতীয় নমুনা সমীক্ষায় বলা হয়েছে, পারিবারিক আয় যদি মাসে পাঁচ হাজার টাকা হয় এবং পরিবারের সদস্য সংখ্যা যদি হয় ৫, তাহলে গ্রামাঞ্চলে প্রতিদিন মাথা-পিছু রোজগার দাঁড়াচ্ছে ৩৩ টাকা৷ এটি দারিদ্র্যের তুলমামূলক হিসাব না হলেও সামাজিক-অর্থনৈতিক জাতি গণনা সমীক্ষায় বলা হয়েছে, গ্রামাঞ্চলে ৬৭ কোটি ভারতীয় প্রত্যেক দিন জীবনযাপন করেন মাথা-পিছু ৩৩ টাকায়৷ তাঁদের আবাসনের অবস্থা খুবই খারাপ৷ প্রায় অর্ধেকের বাড়িই কাঁচা৷
পাকাবাড়িতে থাকার অর্থ জীবনযাত্রার উন্নততর মান৷ কাঁচাঘরে থাকার দরুন দারিদ্র্যও প্রতিফলিত৷ ৭১ শতাংশ গ্রামীণ বাড়িতে মোবাইল ফোন আছে৷ যদিও রেফ্রিজারেটর বা কোনও ধরনের মোটরগাড়ি গ্রামীণ বাড়িগুলিতে বড় একটা দেখা যায় না৷ ইন্দোনেশিয়ার জনসংখ্যার চেয়ে বেশি লোক গ্রামীণ ভারতে নিরক্ষর৷
জীবনযাত্রার যা মান, সেই অনুযায়ী এই পরিস্হিতিতে দ্রুত কোনও পরিবর্তনও আশা করা যাচ্ছে না৷ ১০০ দিনের কাজ৷ জাতীয় গ্রামীণ জীবনযাত্রা মিশন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও স্বচ্ছ ভারত মিশন ভারতের উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে প্রথম সারির৷ আর গ্রামীণ ভারত দারিদ্র্যের জাঁতাকলে পিষ্ট হচ্ছে৷


শেয়ার করুন