ভারতের শীর্ষ সন্ত্রাসী ছোটা রাজন গ্রেফতার

ind-rajan-36089-400x221সিটিএন ডেস্ক:
ভারতের শীর্ষ সন্ত্রাসী ছোটা রাজনকে ইন্দোনেশিয়ার বালিতে গ্রেফতার করা হয়েছে। দু’দশক ধরে পালিয়ে বেড়ানো ছোটা রাজন রোববার সিডনি থেকে বালি বিমান বন্দরে এসে পৌঁছায়। সে বালিতে যেতে পারে এমন খবর আগেই অস্ট্রেলীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছিল।
সেই তথ্যের ভিত্তিতে রাজনকে বিমানবন্দরের আটক করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল আটককৃত ব্যক্তি ছোটা রাজন নয় বরং সিরিয়াল কিলার সায়ানিড মোহান। কিন্তু পরে তার পরিচয় নিশ্চিত করে ভারতীয় গোয়েন্দারা।
ভারতীয় আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহীমের সঙ্গে ছোটা রাজনের শত্রুতা রয়েছে বলে জানায় গণমাধ্যম। ১৯৯৫ সালে ইন্টারপোল রাজনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। তারপর থেকেই অস্ট্রেলিয়ায় সে আত্মগোপনে ছিল বলে বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থা গুলো জানায়।


শেয়ার করুন