বড় জয়ে এগিয়ে গেল পাকিস্তান

114496_1সিটিএন ডেস্ক:

বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। রবিবার তারা স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৩৫ রানে হারিয়েছে।

কলম্বোয় টস জিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে পাকিস্তান ৩১৬ রান করে। জবাবে লঙ্কানরা ৪১.১ ওভারে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায়।

শ্রীলঙ্কার পক্ষে ৫৬ রান করে লাহিরু থিরেমান্নেই যা একটু প্রতিরোধ গড়তে পেরেছিলেন। ইয়াসির শাহদের বোলিংয়ে কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি।

থিরেমান্নে ৫৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন কুশাল পেরেরা। ইয়াসির শাহ ২৯ রানে ৪টি এবং আনোয়ার আলী ও ইমাদ ওয়াসিম দুটি করে উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইন ধসিয়ে দেন।

এর আগে পাকিস্তানের হয়ে এদিন রান পেয়েছে সবাই। ওপেনিং জুটিতে ৯৩ রান তোলেন আহমেদ শেহজাদ ও অধিনায়ক আজহার আলী। ৪৪ রানে শেহজাদ ফেরার পর ১ রানের আক্ষেপ নিয়ে ফেরেন আহজারও। ৪৯ রান করে রানআউটের শিকার পাকিস্তানি অধিনায়ক।

দুই ওপেনারের গড়ে দেয়া ভিতকে আরো শক্ত করেন মোহাম্মদ হাফিজ ও সরফরাজ আহমেদ। তাদের দুই অর্ধশতকে এগিয়ে যায় পাকিস্তান। হাফিজ ৫৪ ও সফরাজ ৭৭ রান করেন। শেষদিকে শোয়েব মালিক ২৯ বলে ৪২ ও মোহাম্মদ রিজওয়ান ২২ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেললে ৩১৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় সফরকারীরা।

লঙ্কানদের হয়ে মালিঙ্গা ও পাথিরানা একটি করে উইকেট নেন।


শেয়ার করুন