ব্ল­গার হত্যায় আলোড়ন ইমাম হত্যায় কেন চুপ? : এরশাদ

ershad_90529-400x267সিটিএন ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ব্লগার হত্যা সারা পৃথিবীর মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অথচ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদারাসার ছাত্র প্রতিনিয়ত খুন-গুম হলেও এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। কারণ তারা মুসলমান, মানুষ না।
এরশাদ গণমাধ্যম, মানবাধিকার সংগঠন এবং সুশীল সমাজের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘কেনো এই বৈষম্য? শুধু ব্লগাররা মানুষ, ইমামরা মানুষ নন?’
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইউনাইটেড ইসলামিক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইসলামিক পার্টির সভাপতি মাওলানা ইসমাইল হোসেন। বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, ইউনাইটেড পার্টির মহাসচিব মাওলানা তাজুল ইসলাম ফারুকী প্রমুখ।
ধর্ম সম্পর্কে কটূক্তিকারীদের কড়া সমালোচনা করলেও এরাশাদ ব্লগার হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, ‘আমি কোনো হত্যার পক্ষে নই। যে কোনো হত্যাই নিন্দনীয়। কিন্তু যারা ধর্ম নিয়ে বিদ্রুপ করে তাদেরও বিচার হওয়া উচিত। ধর্ম এবং মহনবীকে (সা.) নিয়ে কটাক্ষ করার অধিকার কারো নেই। যেসব ব্লগার হত্যা হয়েছে তারা কি ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করেনি?’
বাংলাদেশের উপর বিভিন্ন দেশের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। ধর্মীয় স্বাধীনতা ইস্যুতে বাংলাদেশকে পরামর্শ দেওয়া বন্ধ করতে এসব দেশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে নাকি মানবাধিকার লংঘিত হচ্ছে! আপনাদের দেশে কি মানবাধিকার লংঘিত হচ্ছে না। আমাদের দেশ আমরা চালাব, আপনাদের কথা না শুনলেই আমরা জঙ্গি!’


শেয়ার করুন