বৌদ্ধ ভিক্ষুর উপর হামলাকারির শাস্তি দাবি

11150002প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের উইমাতারা ক্যাং এর অধ্যক্ষ’র উপর হামলাকারি দূর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ক্যাং এর জমির অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনোত্তর সমাবেশে রাখাইন সম্প্রদায়ের লোকজন এ দাবি জানান।
পরে তারা কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের কাছে স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনোত্তর সমাবেশে রাখাইন সম্প্রদায়ের লোকজন বলেন, উইমাতারা ক্যাং এর বেশকিছু জমি গত দেড়-দশক ধরে অবৈধ দখলদারদের দখলে রয়েছে। আদালতের নির্দেশ সত্বেও প্রশাসন রহস্যজনক কারণে এসব দখলদারদের উচ্ছেদ করছে না। ক্যাং এর জমির অবৈধ দখলদারদের ইন্ধনে রাখাইন দূর্বৃত্ত মংয়াইন কর্তৃক উইমাতারা ক্যাং এর বয়োবৃদ্ধ অধ্যক্ষ’র উপর হামলা চালানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা, বৌদ্ধ ভিক্ষুর হামলাকারির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ক্যাং এর জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, উইমাতারা ক্যাং পরিচালনা কমিটির সভাপতি মংছাচিং রাখাইন, প্রজ্ঞানন্দ ভিক্ষু ও মংথেন হ্লা রাখাইন প্রমুখ।
গত ১৩ জুলাই সকালে জমি বিরোধের জের ধরে কক্সবাজার শহরের অ¹মেধা ক্যাং সংলগ্ন উইমাতারা ক্যাং অধ্যক্ষ’র (পুরোহিত) হামলা চালায় এক দূর্বৃত্ত। এতে বৌদ্ধ ভিক্ষু উ: পান্ডিতা মহাথের মাথায় গুরুতর জখম হন এবং দুই হাত ভেঙ্গে যায়। তিনি এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় উইমাতারা ক্যাং পরিচালনা কমিটির সভাপতি মংছাচিং রাখাইন বাদী হয়ে একজনকে আসামী করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার শহরের ক্যাং পাড়ার মৃত আলামং রাখাইনের ছেলে মংয়াইন রাখাইনকে গত ১৪ জুলাই পুলিশ বান্দরবানের লামার রূপসী পাড়া থেকে গ্রেপ্তার করে।


শেয়ার করুন