বেসরকারি শিক্ষক নিয়োগে কমিশন হচ্ছে

nah_86874সিটিএন ডেস্ক :

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সরকার পৃথক বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিআরসি) গঠন করছে। এই কমিশন গঠন করা হলে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগের ক্ষমতা হারাবে।

আজ বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী জানান, কমিশন শূন্য পদের হিসাব করে পরীক্ষা নিয়ে প্রার্থী বাছাই করবে। সেখান থেকে মেধা তালিকা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ করা হবে। এতে শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির ক্ষমতা আর থাকছে না। তারা শুধু কমিশনের তৈরি করা মেধা তালিকা থেকে প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানের ব্যবস্থা করবেন।

তিনি জানান, এই কমিশন গঠন করতে আরও এক দুই মাস সময় লাগতে পারে। এ কমিশন গঠন করা হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিলুপ্ত করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে একটি পরীক্ষা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণরা বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদের জন্য আবেদন করতে পারেন। তবে নিয়োগের একচ্ছত্র ক্ষমতা থাকে পরিচালনা কমিটির হাতে। এতে নিয়োগ নিয়ে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এজন্য নতুন কমিশনের উদ্যোগ নেয়া হচ্ছে।


শেয়ার করুন