বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল

DSC01624
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আয়োজনে ২৯ জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। দীর্ঘ ১৫ বছর পর বাফুফের আয়োজনে ঢাকা ও সিলেট ভেন্যুতে এই আর্ন্তজাতিক ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে। প্রথম বঙ্গবন্ধু কাপ ১৯৯৬ সালে এবং দ্বিতীয়টি ১৯৯৯ সালে অনুষ্ঠিত হয়। এই ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ সহ এশিয়ার ছয়টি ফুটবল দল অংশ নিচ্ছে। এদিকে আগামীকাল সিলেটে শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে স্বাগত জানিয়ে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন কক্সবাজারে বর্ণাঢ্য র‌্যালী বের করে। ২৭ জানুয়ারি বিকেল ৩টায় র‌্যালীটি কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্টেডিয়াম কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এম. জাহেদ উল্লাহ, সাধারণ সম্পাদক জ্যোর্তিময় বড়–য়া মঙ্গল, ডিএসএ যুগ্ন সম্পাদক হারুনর রশিদ, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি এম. আর মাহবুব, সাবেক কৃতি ফুটবলার মঈন শমসের মনু, নবীর হোসাইন ভূট্টো, কৃতি ফুটবলার মাসুদ আলম, ডিএফএ কর্মকর্তা সিরাজদ্দৌলা, ক্রীড়া সংগঠক করিম উল্লাহ, নাজিম উদ্দিনসহ বিপুল সংখ্যক খেলোয়াড় কর্মকর্তা। অন্যদিকে র‌্যালী পূর্ব সমাবেশে বক্তাগণ বঙ্গবন্ধু গোল্ডকাপের সাফল্য কামনা করেন।


শেয়ার করুন