বিস্ফোরণে ধ্বংস ফেসবুকের স্যাটেলাইট

facebook_samakal_bbc_234841অনলাইন ডেস্ক
পরীক্ষার-নিরীক্ষার সময় বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে স্যাটেলাইট ‘অ্যামোস-৬’। এর মাধ্যমে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা করছিল সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক।

Free Forex Trading Demo
Get a 30% Deposit Bonus with the 2014 “Best Forex Broker in Europe.” 1 pip spreads.
Open Link

শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু তার আগেই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষা চলার সময় উৎক্ষেপণ যন্ত্রের রকেটে আগুন ধরে এটি ধ্বংস হয়ে যায়।

রকেটটি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রকেটটিতে কোনো মানুষ ছিল না। আর এতে হতাহতেরও কোনো ঘটনা ঘটেনি।

জ্বালানি সরবরাহের সময় কোনো ‘অনিয়ম’-এর কারণে এটি ঘটে থাকতে পারে জানিয়েছে স্পেস এক্স। এ বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দূরের ভবনগুলোও কেঁপে উঠে।

এ ঘটনায় প্রায় ২০ কোটি ডলার বা ১৬০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়ল প্রতিষ্ঠানটি। এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বর্তমানে আফ্রিকা সফরে থাকা ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ।

ইসরায়েলি প্রতিষ্ঠান ইউটেলস্যাটের সঙ্গে যৌথভাবে অ্যামোস-৬ স্যাটেলাইটটি তৈরি করা হচ্ছিল। তবে এই দুর্ঘটনা সত্ত্বেও নিজেদের লক্ষ্যে ফেসবুক অবিচল থাকবে বলে জানিয়েছে ফেসবুক।

এদিকে, এ বিস্ফোরণের ব্যাপারে মার্কিন জাতীয় মহাকাশ সংস্থার (নাসা) মুখপাত্র এল ফেইনবার্গ জানান, নাসা বিষয়টি খতিয়ে দেখছে।


শেয়ার করুন