বিশ্বের ১২টি ভাষায় একুশের গান

2016_02_21_09_52_24_LKEF2yJ4jXjaiOvIZuVebaFsq4md0e_256xautoসিটিএন ডেস্ক

একুশকে বলা হয় বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিপ্রস্তর। স্বাধীকার আদায়ের প্রথম প্রতিরোধও ২১ ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এদিনই প্রথমবার ছাত্র-জনতা নিজের মুখের ভাষা নিয়ে পাকিস্তানি শোষকদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বুক চেতিয়ে প্রতিবাদের কথা বলে, নিজের অধিকারের কথা বলে।

শোষকের গুলিতে নিহত হয় শফিক, সালাম, জব্বার, রফিকের মত নাম না জানা অনেকেই। তাদের প্রতি সম্মান জানিয়ে সম্প্রতি ইউটিউবে রিলিজ হলো ১২টি ভাষায় গাওয়া আব্দুল গাফফার চৌধুরীর লেখা ‌’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ ঐতিহাসিক গানটি। গানটি দেখে নিতে পারেন এখানে:


শেয়ার করুন