বিশ্বের সবচেয়ে দামি গাড়ি

images64আর্ন্তজাতিক ডেস্ক:

সম্প্রতি সিইএস ২০১৬ প্রদর্শনীতে বিশ্বের সবচেয়ে দামি গাড়িটির প্রটোটাইপ মডেল দেখতে পেল দর্শক।
এক আসনের এই গাড়িটি তৈরির প্রধান প্রকৌশলীর সহায়তায় রয়েছে নাসা। গাড়িটির সিট দেয়া হয়েছে ঠিক মাঝখানে। যাতে চালক দেখতে পারে ডান থেকে বামে পুরো ৬০ ডিগ্রি। মহাকাশ যানের মত এর আসনটাকেও দেয়া হয়েছে ৪৫ ডিগ্রি বাঁকা করে।
মহাকাশ যাত্রীর মত বিশেষ ধরনের হেলমেট, যা চালকের অক্সিজেন ও পানি সরবরাহ করবে। এর তৈরি নকশায় রয়েছে বিশেষ সুবিধা। কাঠামোগত নকশাটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে ছোট বড় গাড়িতে রুপ দেয়া যায়। নির্মাতা কোম্পানি গাড়িটির দাম ঠিক করেছেন ১’শ কোটি ডলার। এখনো বাণিজ্যিক ভাবে তৈরি হয়নি এফ এফজিরো ওয়ান সুপার কার। ৭১ টিভি


শেয়ার করুন