বিশ্বকাপ বয়কটে জরিমানা গুণতে হবে পাকিস্তানকে

15ক্রীড়া ডেস্ক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে জরিমানা গুণতে হবে পাকিস্তানকে। বিশ্ব ক্রিকেট নির্বাহী সংস্থাকে (আইসিসি) পাকিস্তান বোর্ডের জরিমানা দিতে হবে বলে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

বৃহস্পতিবার পাকিস্তানের একটি দৈনিককে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘টি-২০ বিশ্বকাপ থেকে আমরা আমাদের দল প্রত্যাহার করলে আইসিসিকে আমাদের জরিমানা দিতে হবে।’

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়ে পাকিস্তান সরকার এখনও অনুমতি দেয়নি বলেও জানান খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী দফতরের সঙ্গে কথা বলেছি এবং এখন পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে দল পাঠাতে সরকারের অনুমতি পাওয়া যায়নি।’

বোর্ডের পক্ষ থেকে সরকারের পরামর্শ ও অনুমতি চাওয়া হয়েছে বলেও জানান তিনি। বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে কিছুদিন আগে প্রকাশিত খবরে বলা হয়, পিসিবি মনে করছে পাকিস্তান সরকার জাতীয় ক্রিকেট দলকে ভারত সফরের অনুমতি দেবে। জাগোনিউজ


শেয়ার করুন