বিল গেটসকে পেছনে ফেলে শীর্ষ ধনী স্পেনের ওর্তেগা

Ortegaডেইলি মেইল  :
সম্পদের দিক দিয়ে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পরাজিত করে স্পেনের ফ্যাশন ব্র্যান্ড জারার প্রতিষ্ঠাতা আমানকিয়ো ওর্তেগা বিশ্বের ধনকুবেরদের তালিকার এক নম্বরে উঠে এসেছেন।
চলতি সপ্তাহে বিল গেটসের চেয়ে ওর্তেগার সম্পদের পরিমাণ ১৭০ কোটি মার্কিন ডলার বেশি ছিল। বিল গেটসের সম্পদের পরিমাণ চলতি সপ্তাহে ছিল ৭,৮৫০ কোটি ডলার। ৮০ বছর বয়সী ওর্তেগা আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকেও ছাড়িয়ে গেছেন। গত বুধবার ওর্তেগার কোম্পানির শেয়ারের পরিমাণ আকস্মিকভাবে শতকরা ২৫ ভাগ বেড়ে গেলে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের শীর্ষে উঠে আসেন। তবে এ ধনকুবের তার ব্যবসা আর নিজের হাতে রাখছেন না; ছেড়ে দিচ্ছেন মেয়ে মার্তা ওর্তেগার কাছে।
অবশ্য, এই প্রথম ওর্তেগা প্রতিদ্বন্দ্বী বিল গেটসকে পেছনে ফেললেন না; গত অক্টোবরেও তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকার প্রথমে উঠে এসেছিলেন। সে সময় মাইক্রোসফটের শেয়ারের পতন ঘটেছিল।


শেয়ার করুন